এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সিবিআইয়ের নজর এবার চন্দ্রিমার দিকে, জেনে নিন বিস্তারিত

সিবিআইয়ের নজর এবার চন্দ্রিমার দিকে, জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত সোমবার থেকে নারদা কাণ্ড নিয়ে চলছে একের পর এক ঘটনা। দীর্ঘদিন নারদা মামলা চলার পর অবশেষে সিবিআই গ্রেপ্তার করেছে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রকে। একই সাথে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। তৃণমূল শিবিরের হেভিওয়েট নেতাদের গ্রেপ্তারিতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি নিজাম প্যালেসের বাইরেও সেদিন ব্যাপক ক্ষোভ দেখা যায় তৃণমূল সমর্থকদের। এমনকি রাজভবনের বাইরেও সেই ক্ষোভের ছোঁয়া লাগে। অন্যদিকে রাজ্যের অন্যতম মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সিবিআই এর বিরুদ্ধে পাল্টা কলকাতা পুলিশের কাছে মামলা করেন। প্রসঙ্গত, লকডাউনের সময় যেভাবে মহামারী আইন ভেঙে নেতাদের বাড়িতে পৌঁছে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে ঘর থেকে তাই নিয়ে মামলে করেন রাজ্যের অন্যতম তৃণমূল মন্ত্রী।  বুধবার সেই মামলা গড়িয়াহাট থানায় এফআইআরে পরিণত হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বেশ কয়েকটি ধারা প্রয়োগ করা হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে। তার মধ্যে রয়েছে 166 ধারা, যেখানে ক্ষতি হতে পারে জেনেও সরকারি আধিকারিকের আইন ভঙ্গ, 166 (এ) ধারা যেখানে সরকারি আধিকারিকদের আইন ভঙ্গ, 188 ধারায় 144 ধারা ভঙ্গ, 34 নম্বর ধারায় একই উদ্দেশ্যে অপরাধ সংগঠন এবং মহামারী আইন এর 51(d) ধারায় মামলা দাখিল করা হয় বলে জানা গেছে। অন্যদিকে জানা গিয়েছে, কলকাতা পুলিশের কাছে দায়ের হওয়া এই মামলা এবার খারিজ করার আবেদন জানাতে চলেছে সিবিআই।

সূত্রের খবর, সিবিআই এর পক্ষ থেকে আজ হাইকোর্টে চন্দ্রিমা ভট্টাচার্যের দায়ের করা মামলা খারিজ করার আবেদন জানানো হতে পারে। অন্যদিকে নারদা মামলা নিয়ে এখনো পর্যন্ত টানাপোড়েন অব্যাহত। আদৌ চার রাজনৈতিক নেতা জামিন পাবেন কিনা তা নিয়ে চলছে তীব্র চাপানউতোর। তার মধ্যেই চন্দ্রিমা ভট্টাচার্যের করা মামলাকে মোটেই আমল দিতে চাইছে না সিবিআই। এই পরিস্থিতিতে চন্দ্রিমা ভট্টাচার্যের দায়ের করা মামলা নিয়ে হাইকোর্ট কি সিদ্ধান্ত গ্রহণ করে, তাই নিয়েও শুরু হয়েছে ব্যাপক কৌতুহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!