এখন পড়ছেন
হোম > অন্যান্য > অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেবার নয়া ফাঁদ পেতেছে প্রতারকেরা, সতর্কবার্তা স্টেট ব্যাংকের

অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেবার নয়া ফাঁদ পেতেছে প্রতারকেরা, সতর্কবার্তা স্টেট ব্যাংকের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অতিমারীর বাজারে মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেবার নয়া ফাঁদ পেতেছে প্রতারকেরা। ইতিপূর্বে, এটিএম কার্ড পুনরায় চালু করার নাম করে ফোন করে বহু মানুষের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে টাকা ঝেড়ে নিতে দেখা গিয়েছে প্রতারকদের। এখন বহু মানুষ বিষয়টি নিয়ে সচেতন হবার পর, প্রতারণার নতুন ফাঁদ পেতেছে প্রতারকেরা। এবার কেওয়াইসি ভেরিফিকেশনের নাম করে ফোন করছে প্রতারকেরা। অথবা ফোনে পাঠানো হচ্ছে একটি বিশেষ লিংক। সেখানে ক্লিক করলেই সমস্ত তথ্য চলে যাচ্ছে প্রতারকদের হাতে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের কেওয়াইসি ভেরিফিকেশন করানোর নির্দেশ দেয়া হয়েছিল। আগামী ৩০ সে জুনের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়েছিল। এ কাজ না করলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবার হুঁশিয়ারিও দেয়া হয়েছিল। এদিকে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাংক হলো স্টেট ব্যাংক। যার ৪৪ কোটি গ্রাহক রয়েছে। আর এবার স্টেট ব্যাংকের কেওয়াইসি ভেরিফিকেশনের নাম করে বহু মানুষকে ফোন করতে দেখা যাচ্ছে প্রতারকদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ব্যাংকের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে গ্রাহকদের। যেখানে জানানো হয়েছে যে, ব্যাংকের প্রতিনিধি সেজে ফোন করে গ্রাহকদের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে প্রতারকেরা। আবার, একটি মেসেজও পাঠানো হচ্ছে। যেখানে ক্লিক করলেই সর্বনাশ। এই মেসেজের লিংকে না যাবার নির্দেশ দেয়া হয়েছে স্টেট ব্যাংকের পক্ষ থেকে। এই ধরনের কোন মেসেজ বা ফোন এলে সাইবার ক্রাইম বিভাগে এ বিষয়ে জানাবার কথা বলা হলো।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ধরনের কোন মেসেজ এলে কোনোভাবেই অজানা লিংকে ক্লিক না করতে। জানানো, হয়েছে কেওয়াইসির আপডেট করার জন্য ব্যাংকের পক্ষ থেকে কোন লিংক গ্রাহকদের পাঠানো হয় না। কেউ যদি এ বিষয়ে ফোন করে, তবে তাকে কখনোই ব্যাংক অ্যাকাউন্ট বা নিজের ব্যক্তিগত তথ্য না দিতে। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিমারী থাকার কারণে গ্রাহকদেরকে কেওয়াইসি ডকুমেন্ট অনলাইনে আপডেট করার ব্যবস্থা করা হয়েছে। এর জন্য গ্রাহকদের নিজেদের ঠিকানার প্রমাণপত্র ও পরিচয় পত্র রেজিস্টার ইমেলের মাধ্যমে বা ডাকযোগে পাঠাতে হবে। প্রতারকদের হাত থেকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে স্টেট ব্যাংকের পক্ষ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!