এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সিসিটিভি ক্যামেরার উপরে সাদা কাগজের স্টিকার, দেদার ছাপ্পা ভোট ,নির্বাক প্রিজাইডিং অফিসার

সিসিটিভি ক্যামেরার উপরে সাদা কাগজের স্টিকার, দেদার ছাপ্পা ভোট ,নির্বাক প্রিজাইডিং অফিসার


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – পুর নির্বাচন শুরু হতেই উঠে আসছে একের পর এক অভিযোগ। ভোটদান প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণ হতে পারে এ জন্য সমস্ত বুথে সিসিটিভি ক্যামেরা বসাবার নির্দেশ দিয়েছিল আদালত। বেলেঘাটায় ৩৬ নম্বর ওয়ার্ডে খন্না হাইস্কুলে সাদা কাগজ দিয়ে সিসিটিভি ক্যামেরা ঢেকে দিয়ে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তবে প্রিজাইডিং অফিসার এই ঘটনা সম্পর্কে নিরব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, একজন মানুষ বেঞ্চের ওপর উঠে দাঁড়িয়ে সাদা কাগজ দিয়ে বুথের সমস্ত সিসিটিভি ক্যামেরা ঢেকে দিচ্ছে। প্রিজাইডিং অফিসার প্রথমে বিষয়টি অস্বীকার করেছিলেন, কিন্তু হাতেনাতে প্রমাণ পাওয়ার পর ব্যাপক শোরগোল পড়ে যায়। অভিযোগ উঠেছে, একাধিক দলের এজেন্টকে এই বুথে বসতেও দেয়া হচ্ছে না। তবে, তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, সিসিটিভি ক্যামেরা গুলি এই স্কুলেরই সে কারণে সেগুলি ঢেকে দেয়া হয়েছে।

এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় বিজেপি নেতা অমিত মালব্য। এ প্রসঙ্গে তিনি জানালেন, কলকাতার পুরভোটে সমস্ত বুথে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দেয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। কিন্তু এখানে তৃণমূলের গুন্ডারা ক্যামেরার উপরে স্টিকার লাগাচ্ছে। ছাপ্পা ভোট চলছে। তাঁর প্রশ্ন, রাজ্য নির্বাচন কমিশন কি করছে? এই ঘটনাকে আদালতের নির্দেশের অবমাননা বলে অভিযোগ করলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!