এখন পড়ছেন
হোম > অন্যান্য > মাঘের লগ্নে বাংলায় সঙ্গীত জগতের কোন কোন জুটি গাঁটছড়া বাঁধলো? জেনে নিন এখনই

মাঘের লগ্নে বাংলায় সঙ্গীত জগতের কোন কোন জুটি গাঁটছড়া বাঁধলো? জেনে নিন এখনই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বলিউড হোক কি টলিউড, ক্রিকেট হোক বা মিউজিক, বিয়ের মরসুম চলছে সর্বত্র। করোনা পরিস্থিতির পর যারা দূরে ছিলেন ভালোবাসার মানুষদের থেকে, করোনা পরিস্থিতি কাটতেই তারা এবার দূরত্ব মুছে ফেলতে উদ্যোগী হয়েছেন। ফলত বিয়ের পিঁড়িতে বসছেন অনেক সেলিব্রিটি। আর অনুরাগীরা তাঁদের আনন্দে ডগমগ হয়েছেন। তবে টলিউডে বিয়ের মরসুম শুরু হয়ে গেছে অনেকদিন। সেইসঙ্গে গানের জগতও যে পিছিয়ে নেই, সেই খবরও পাওয়া গেছে।

কিছুদিন আগে থেকেই ইমন চক্রবর্তীর বিয়ের কথা শোনা যাচ্ছিল। সেখানে বিয়ের আগে বন্ধুদের সঙ্গে জানিয়ে ব্যাচেলরস্ পার্টি করতে দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় যার ছবি দেখতে পাওয়া গিয়েছিল। তবে এরই মধ্যে বিয়ে সেরেছেন সংগীত পরিচালক অম্লান চক্রবর্তী ও গায়িকা সোহিনী সাহা। ফেসবুকের আলাপ ভালোবাসায় পরিণত হতে সময় লাগেনি বেশি। অতঃপর পরিণয়েই পরিণতি। সেখানে সংগীত দুনিয়ার একাধিক তারকা যেমন ইমন-নীলাঞ্জন, গায়িকা তৃষা চট্টোপাধ্যায় ও মানালি ও তাঁর সঙ্গীকে দারুন পোজ দিতে দেখা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এবার সেখানে বিয়ের পালা দুর্নিবার সাহা ও মীনাক্ষি মুখার্জির। যদিও ২০১৭ সালেই নিজেদের রেজিস্ট্রি ম‍্যারেজ সেরে ফেলেছেন তাঁরা, তবে এবার সেখানে সামাজিক বিয়েটা করতেই তোড়জোড় করছেন বলেই জানিয়েছেন তাঁরা। তবে আগামী ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ তাঁদের শুভ পরিণয়। যদিও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্ত রকম নিরাপত্তা বিধি মেনেই বিয়ের অনুষ্ঠান হবে বলেই জানান হয়েছে। তাই আমন্ত্রিতদের মধ্যে শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও আত্মীয়দেরই রেখেছেন তাঁরা।

সেইসঙ্গে সঙ্গীত মেহেন্দি বিয়ে রিসেপশন, তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে আড্ডা, গান, হাসি খুনসুটি মজা সবটাই চলবে বলেই জানিয়েছেন তাঁরা। একটি জনৈক পত্রিকার সাক্ষাৎকারে তাঁরা জানিয়েছিলেন যে রিসেপশনের জন্য নিউটাউনের ‘স্বপ্নভোর’ ব্যাঙ্কয়েটকেই বেছে নিয়েছেন তাঁরা। সেইসঙ্গে খাবার মেনুতেই বাঙালিয়ানা থেকে মুঘালিয়ানা সবটাই থাকবে বলেও জানান তাঁরা। দিনক্ষণ হিসেবে পোশাকেও আসবে পরিবর্তন। তবে যাদের গান শোনার দুর্নিবার আকর্ষণ উপেক্ষা করা যায় না, তাঁদের বিয়ের সানাই সকল অনুরাগিকেই আনন্দিত করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!