এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কেন্দ্রের বিরুদ্ধে অবস্থানে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী! জোর শোরগোল!

এবার কেন্দ্রের বিরুদ্ধে অবস্থানে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী! জোর শোরগোল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট:- কেন্দ্রের সঙ্গে রাজ্যের দ্বৈরথের কথা কারোরই অজানা নয়। প্রায় প্রতিটি ইস্যুতেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেন্দ্রের শাসকদল ভারতীয় জনতা পার্টির বিবাদ তৈরি হতে দেখা যায়। আর এবার কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে বসে জাতীয় সড়কের অবস্থা নিয়ে সরব হলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন রামপুরহাট ব্লক অফিসের সামনে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে যোগ দেন রামপুরহাটের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী আশিস বন্দোপাধ্যায়। আর সেখানেই কেন্দ্রের বিরুদ্ধে নানা বৈষম্যমূলক আচরণের অভিযোগ তোলার পাশাপাশি জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব হতে দেখা যায় তাকে।

রাজ্যের কৃষিমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় সরকারের অধীনে জাতীয় সড়ক। সেই রাস্তা এখন মানুষের মৃত্যুর হাতছানি দিচ্ছে। মানুষের অসুবিধা দূর করতে রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। ধারাবাহিকভাবে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্র মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। মানুষ এই জবাব দিতে প্রস্তুত রয়েছে।” আর কেন্দ্রের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে যোগ দিয়ে যেভাবে জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে অভিযোগ তুললেন রাজ্যের কৃষিমন্ত্রী, তাতে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি অনেকটাই চাপে পড়ল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, বীরভূমের ওপর দিয়ে চলে যাওয়া রানীগঞ্জ- মোরগ্রাম 60 নম্বর জাতীয় সড়ক দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের অন্যতম মাধ্যম‌। এখানে প্রতিদিন প্রচুর পরিবহন যাতায়াত করে। কিন্তু প্রায় এক বছর ধরে সেই রাস্তা চরম অব্যবস্থার মধ্যে রয়েছে। খানাখন্দ, গর্তের মধ্যে দিয়ে যেতে হচ্ছে প্রতিটি গাড়িকে। সেদিক থেকে দুর্ঘটনার একটা আশঙ্কা থেকেই যায়। আর কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা এই জাতীয় সড়ক কেন মেরামতি করা হচ্ছে না, এদিন সেই প্রশ্ন তুলে ধরে কেন্দ্রকে কোণঠাসা করার চেষ্টা করলেন আশিস বন্দোপাধ্যায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশের মতে, 2021 এর বিধানসভা নির্বাচনের আগে যখন বিজেপি তৃণমূলের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ তুলেছে, তখন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে পাল্টা ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। আর এদিন সেই অবস্থান বিক্ষোভে যোগ দিয়ে যেভাবে জাতীয় সড়কের দুরবস্থা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, তাতে নতুন করে কেন্দ্র বনাম রাজ্যের দ্বৈরথ তৈরি হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!