এখন পড়ছেন
হোম > জাতীয় > গত বিধানসভা ভোটের থেকেও কম কেন্দ্রীয় বাহিনী মিলবে – এমনটাই খবর

গত বিধানসভা ভোটের থেকেও কম কেন্দ্রীয় বাহিনী মিলবে – এমনটাই খবর

রাজ্যের প্রায় সমস্ত রাজনৈতিক দল থেকে পুলিশ প্রশাসন বা নির্বাচন কমিশন- প্রায় প্রত্যেকেই চাইছে আসন্ন লোকসভা নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা যেন জোরদার করা হয়। কিন্তু বিগত বিধানসভা নির্বাচনের থেকেও এবার কম কেন্দ্রীয় বাহিনী লাগবে বলে জানা গেছে‌।

সূত্রের খবর, গতকাল রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে যান এডিজি এবং বিধান নগরের পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিং। আর সেখানেই তাঁরা রাজ্যের সব কটি পুলিস কমিশনারেটের কমিশনার এবং সমস্ত জেলার পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে একটি বৈঠক করেন।

[content_block id=3910

জানা গেছে, এই বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। আর জেলাশাসকরাও সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে বৈঠক শেষে রাজ্য পুলিশের এডিজি এই ব্যাপারে কোনো মন্তব্য না করলেও বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গেছে যে, এবারে লোকসভায় গত 2016 বিধানসভা নির্বাচনের থেকেও কম কেন্দ্রীয় বাহিনী এখানে লাগবে।

কিন্তু যেখানে প্রায় প্রত্যেকেই বঙ্গের ভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করার পক্ষে সওয়াল করছেন, সেখানে এত কম কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই ভোট বৈতরণী পার করা কি সম্ভব হবে? বিশেষজ্ঞদের মতে, গত 2016 বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের আরও চারটি রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছিল।

সেই কারণে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল। কিন্তু সেই জায়গায় এবার লোকসভা নির্বাচন দেশের প্রায় সব অঞ্চলেই হবে। আর সেভাবেই প্রতিটি রাজ্যের ক্ষেত্রেই কম করে কেন্দ্রীয় বাহিনী ভাগ করে দেওয়া হবে। আর এই নিরাপত্তা ব্যবস্থার জন্য ভোটের ক্ষেত্রে কোনোরূপ বিশৃঙ্খলা দেখা দেবে না বলেও আশ্বাস দিয়েছে নির্বাচন দপ্তরের কর্তা ব্যক্তিরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!