এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সব বুথে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও সিদ্ধান্ত না হলেও, সব বুথে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করছে কমিশন

সব বুথে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও সিদ্ধান্ত না হলেও, সব বুথে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করছে কমিশন

আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রায় সমস্ত বুথেই যাতে কেন্দ্রীয় বাহিনী দেওয়া যায়, তার জন্য ইতিমধ্যেই ভোটকর্মী থেকে শুরু করে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলেরা তাদের দাবি জানাতে শুরু করেছে। ইতিমধ্যেই শিক্ষক, শিক্ষাকর্মী ও শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফেও রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করে ভোটকর্মীদের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়ার জন্য দাবি জানানো হয়।

আর এবারে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট কর্মীদের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে রাজ্যের সমস্ত বুথেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। সূত্রের খবর, সোমবার উত্তর কলকাতা জেলা নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু সরকারের দপ্তরে ভোট কর্মীদের সুবিধার্থে অনলাইন পোর্টালের উদ্বোধন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসন্ন লোকসভা নির্বাচনে নিরাপত্তার বিষয় সম্পর্কে বলতে গিয়ে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব বলেন, “বুথে বুথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।” তবে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা সেই ব্যাপারটি অবশ্য স্পষ্ট করেননি তিনি। আর কেন্দ্রীয় বাহিনী ব্যাপারটি স্পষ্ট না করাতে এখন ভোট কর্মীদের মধ্যেও শুরু হয়েছে নানা জল্পনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এদিন রাজ্যের ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাংলার জন্য নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে কলকাতায় আসেন। এদিন কলকাতা বিমানবন্দরে নেমে সেনা হেলিকপ্টারে করে মুর্শিদাবাদ গিয়ে সেখানকার জেলা শাসক এবং পুলিশ সুপারের সঙ্গে একটি বৈঠক করেন তিনি। জানা গেছে, আগামীকাল বুধবার উত্তরবঙ্গের ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন বিবেক দুবে।

বস্তুত, প্রথম দফায় আগামী বৃহস্পতিবার রাজ্যের উত্তরবঙ্গের দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচন। আর সেই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এবার নিরাপত্তার বিষয়টিকে আগেভাগে দেখে নিতে চাইছেন কেন্দ্রের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!