এখন পড়ছেন
হোম > রাজ্য > কেন্দ্রীয়বাহিনী না পেলে যাবেন না ভোটগণনায় দাবিতে এসডিওকে জুতো সরকারি কর্মীদের

কেন্দ্রীয়বাহিনী না পেলে যাবেন না ভোটগণনায় দাবিতে এসডিওকে জুতো সরকারি কর্মীদের


নিরাপত্তার দাবিতে  রায়গঞ্জের সরকারি কর্মীরা সেখানকার  এসডিও কে শারীরিক নিগ্রহ করলেন। এদিন এসডিওকে লক্ষ্য করে জুতো ছোঁড়া , সহ গায়ে জলও ঢেলে দেওয়া প্রভৃতি হেনস্তা করা হয় শুধু মাত্র ভোটকর্মীদের পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে। জানা গেছে ভোটগণনার দিন বাড়তি নিরাপত্তা এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটগণনার দাবিতে  রায়গঞ্জের সরকারি কর্মীরা এসডিও রায়গঞ্জ টিএন শেরপা কে প্রকাশ্যে হেনস্তা করলো। এমনকি বৃহস্পতিবার ভোট গণনার দিন পর্যাপ্ত নিরাপত্তা ব্যব্যস্থা না থাকলে তাঁরা ভোট গণনা কার্যে উপস্থিত থাকবেন না বলেও জানিয়েছেন। উল্লেখ্য এদিনের ঘটনার কারণ হিসেবে পঞ্চায়েত নির্বাচনের দিন এক পোলিং অফিসার রাজকুমার রায়ের অস্বাভাবিক মৃত্যুকে দায়ী করা হচ্ছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মৃত ঐ সরকারী অফিসারের পরিবার ও সহকর্মীদের তরফে তাঁকে খুন করা হয়েছে এমন দাবি উঠছে। প্রসঙ্গত ঐ ঘটনার তদন্তের দাবি করে  বুধবার সকাল থেকে রায়গঞ্জে ভোটের দায়িত্বে থাকা সরকারি কর্মীরা বিক্ষোভ শুরু করেন । এরপরে পুলিশ কর্মীরা সেখানে পৌঁছেও বিক্ষোভরত সরকারী কর্মীদের শান্ত করতে পারেনি। এদিন বেলার দিকে এসডিও রায়গঞ্জ টিএন শেরপা সরকারি কর্মীদের সঙ্গে আলোচনার জন্য সেখানে গিয়েছিলেন। কিন্তু তাঁকে দেখে ভোটের দায়িত্বে থাকা সরকারী কর্মীদের উত্তেজনার পারদ চরমে ওঠে। যার ফলস্বরূপ তাঁরা এই উচ্চ পদস্থ সরকারী আধিকারিক কে নানা রকম উপায়ে হেন্সতার সম্মমুখীন করে। পরে নিরাপত্তারক্ষীরা এসডিকে উদ্ধার করে নিয়ে যান। এদিনের ঘটনা প্রসঙ্গে এসডিও টিএন শেরপা জানান, তিনি সরকারি কর্মীদের সঙ্গে কথা বলতে এসেছিলেন । বিরোধী দলগুলি এদিনের ঘটনার তীব্র নিন্দা করে, সরকারী কর্মীদের দাবি কতটা নায্য সে বিষয়েও মন্তব্য করলেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!