এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলীয় প্রার্থীকে পাশে বসিয়ে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে তৃণমূলের জেলা সভাপতি

দলীয় প্রার্থীকে পাশে বসিয়ে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে তৃণমূলের জেলা সভাপতি

এবার দেবকে পাশে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর হাতচ মুচড়ে দেওয়ার পরামর্শ দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি অজিত মাইতি। বাড়িতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী ধমক দিলে হাত মুচড়ে দিবেন। ঘাটাল লোকসভা কেন্দ্রে দীপক অধিকারী নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি।

অজিত বাবু বলেন, বিজেপির লোকেদের বলে দিন, যাদের এত কর্মী সমর্থক থাকে তাদের কেন্দ্রীয় বাহিনীর দরকার হয়না। ৫০০, ১০০০ কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে এই ঘাটাল মাঠে দাঁড় করিয়ে দিন, আর আমাদের এই লোকেদের নুন, লঙ্কা, লাঠি, বল্লম, বন্দুক কিচ্ছু লাগবে না। শুধু মাথা তুলে গর্জন দিয়ে বলবে, কেন্দ্রীয় বাহিনী তোমরা যদি মরদের বাচ্চা হও তাহলে গণতান্ত্রিক চেতনা সম্পন্ন এই মানুষদের উপর দিয়ে স্টিম রোলার চালাও, কত বড় পুলিশ আছ আমরা দেখতে চাই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় বাহিনী যদি ঘরে ঘরে এসে কাউকে হুমকি দেয়, হাত মুচড়ে দিতে হবে। এটা মনে রাখুন। কোনো মতেই আমরা ছাড়ব না। কেন্দ্রীয় বাহিনী রাস্তায় টহল দিক। কিন্তু ঘরে গিয়ে হুমকি দিয়ে বিজেপিকে ভোট দিতে বলবে, এটা গুজরাটে হতে পারে, বাংলায় নয়।

এদিন ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীই দেব এসেছিলেন তাঁর নির্বাচনী প্রচারে। এখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গতবারের তাঁর কেন্দ্রের বিরোধী প্রার্থীই তথা বর্তমানে তৃণমূল নেতা মানস ভূইঞা। গত লোকসভায় ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে আড়াই লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন দেব। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এবার জয়ের ব্যবধান হোক অন্তত সাড়ে তিন‌ লক্ষ চাই। চাহিদা পূরণে প্রথম থেকেই জোর কদমে নেমে পড়লেন দেব।

ইতিমধ্যেই এই নিয়ে বিরোধীরা মাঠে নেমে পড়েছে। জেলা সভাপতির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!