এখন পড়ছেন
হোম > জাতীয় > কৃষক আন্দোলনকে ভিত্তি করে কেন্দ্র সরকারের ভিত নড়িয়ে দিতে মহাপরিকল্পনায় তৃণমূল নেত্রী

কৃষক আন্দোলনকে ভিত্তি করে কেন্দ্র সরকারের ভিত নড়িয়ে দিতে মহাপরিকল্পনায় তৃণমূল নেত্রী


2019 এর লোকসভা নির্বাচনে কেন্দ্র থেকে বিজেপি সরকারকে সরানোই এখন প্রধান চ্যালেঞ্জ তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর তাইতো সেই কেন্দ্র বিরোধী যে কোনো ইস্যু পেলেই সেই ইস্যুটিকে নিয়ে আন্দোলনে নেমে পড়ছে রাজ্যের শাসকদলের নেতা মন্ত্রীরা।

আর তাই এবারে কৃষকদের সেন্টিমেন্টকে গুরুত্ব দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে নিজেদের ভোটব্যাংককে বাড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য, গোটা দেশে কৃষক আত্মহত্যার ঘটনায় তোলপাড় হয়েছে জাতীয় রাজনীতি।

যা নিয়ে বিভিন্ন সময় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে দেশের সমস্ত বিরোধী দলেরা। কিন্তু বাংলায় সেই কেন্দ্রের বিজেপি সরকার কৃষককের প্রতি যে অবহেলা করছে সেই দিকটি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে রাজ্যে বিশেষ কৃষক সমাবেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, আগামী 4 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ কিসান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সমাবেশের আয়োজন করা হচ্ছে। যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, কিছুদিন আগেই কলকাতার তৃণমূলের ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকে দেশের প্রায় সমস্ত বিজেপি বিরোধী দলের নেতা-নেত্রীরা কেন্দ্রের বিরুদ্ধে দেশের কৃষকদের অব্যবস্থা নিয়ে সরব হয়েছিলেন। আর তাই লোকসভা নির্বাচনের আগে বাংলায় কৃষকদের মন কাড়তে একদিকে রাজ্যের বর্তমান তৃণমূল সরকার কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প করে কৃষকদের সাহায্য করছে আর অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে কৃষকদের অনুন্নয়ন করছে তার খতিয়ান তুলে ধরতে চাইছে রাজ্যের শাসক দল।

কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার কৃষকদের সাথে বঞ্চনা করছে এই দাবি তুলে ব্রিগেডের সভা মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের রাজ্য কৃষকদের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। কেন্দ্র ফসল বীমা প্রকল্পের নামে কৃষকদের থেকে প্রিমিয়াম নেয়। তার পরেও তারা বীমার টাকা পান না। যার ফলে ঋণ গ্রস্থ কৃষকরা আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু রাজ্যের প্রশাসন বাংলার কৃষিজীবী মানুষের উন্নতিতে বদ্ধপরিকর। আমাদের সরকার কৃষক বন্ধু প্রকল্প করেছে।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন লোকসভা নির্বাচনের আগে শুধুমাত্র মূল সংগঠন নয়, রাজ্যের শাসক দল তার প্রায় প্রতিটা শাখা সংগঠনকে দিয়েই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়বার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর তাই তো এবার দলের কৃষক সংগঠনকে দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সমাবেশের পথ বেছে নিচ্ছে তৃণমূল কংগ্রেস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!