এখন পড়ছেন
হোম > রাজ্য > কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে চাষের মরশুমে মাথায় হাত কৃষকদের, জানুন বিস্তারিত

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে চাষের মরশুমে মাথায় হাত কৃষকদের, জানুন বিস্তারিত


ক্ষমতায় আসার পর থেকেই নিজেদের কৃষকদরদী সরকার বলে অভিহিত করেন কেন্দ্রের নরেন্দ্র মোদি, অমিত শাহরা। কিন্তু এবারে সেই কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের সিদ্ধান্তেই মাথায় হাত পড়তে চলেছে কৃষকদের। সূত্রের খবর, রোগ ছড়ানোর আশঙ্কার কারণে দেশের চার রাজ্য তামিলনাডু, জম্মু-কাশ্মীর, উত্তরাখন্ড এবং হিমাচলপ্রদেশ থেকে আলুর বীজ পাঠানোর উপরে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র।

প্রসঙ্গত উল্লেখ্য, হিমাচল প্রদেশে চন্দ্রমুখি আলুর চাষ খুবই ভালো হয়। ফলে সেইখান থেকে রাজ্যে বীজ পাঠানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করায় চরম সমস্যায় পড়তে চলেছেন কৃষকরা। পাশাপাশি কেন্দ্রের তরফে এই নিষেধাজ্ঞা জারির পরই পাঞ্জাবের চন্দ্রমুখি আলুর বীজের দাম কুইন্টাল প্রতি 1000 টাকা বৃদ্ধি পেয়েছে। যাতে আলুর চাষ অনেকটাই মার খাওয়ার আশংকা করছেন ব্যবসায়ীরা। উনলিকে বাংলায় ২০ থেকে 25 শতাংশ এই চন্দ্রমুখি আলু উৎপাদিত হয়। কিন্তু সেখানেও এবার বাধা দেখা দিতে শুরু করেছে।

কেননা বীজের দাম বেশি হলে কৃষকরা চন্দ্রমুখি আলু কিছুতেই উৎপাদিত করবেন না। ফলে জ্যোতি আলুর বাড়বাড়ন্ত দেখা দেবে রাজ্যে। এদিকে কেন্দ্রের তরফে এই বীজ পাঠানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করার সাথে সাথেই নির্দিষ্ট রাজ্যগুলি থেকে কোনপ্রকার আলুর বীজ বাংলায় ঢুকছে কিনা সেই ব্যাপারে বীজের গুদামগুলিতে অভিযান চালানোর পাশাপাশি নজরদারিও শুরু করেছে কৃষি দপ্তর। জানা গেছে, প্রায় প্রতিবছর 80 হাজার প্যাকেট আলুর বীজ হিমাচল প্রদেশ থেকে এই রাজ্যে ঢুকতো। কিন্তু এবারে সেই সম্ভাবনা বন্ধ হয়ে যাওয়ায় পুরোপুরি পাঞ্জাবের উপরই নির্ভরশীল হতে হবে বাংলাকে।

অন্যদিকে এই বীজ উৎপাদনে স্বয়ং নির্ভরশীল হতে উদ্যোগী হয়েছে রাজ্য কৃষি দপ্তরও। সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের কৃষি দপ্তরের গবেষণা কেন্দ্রে এই ব্যাপারে কাজ শুরু করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আলু গবেষণা কেন্দ্রের সাথে বীজ উৎপাদনের ব্যাপারে রাজ্যের কৃষি দপ্তরের একটি চুক্তি হয়েছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, এই বীজ উৎপাদন করে তাকে উপযুক্ত হিসাবে প্রতিষ্ঠা করে বাজারে আনতে প্রায় তিন এবং সেই বীজ জমিতে ব্যবহারের উপযুক্ত করতে আরও দুই বছর সময় লাগবে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে চাষের মরশুমে মাথায় হাত কৃষকদের, জানুন বিস্তারিত

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে দার্জিলিং এর পাহাড়ি এলাকায় এই আলু বীজের প্রক্রিয়া চালালে সেখানে অনেকটাই সুবিধা হবে। কিন্তু 1950 এর দশকে ছত্রাক ঘটিত সংরক্ষণের জন্য দার্জিলিংয়ে আলু বীজ উৎপাদন করায় নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। আর এই নিষেধাজ্ঞা তোলার জন্য রাজ্যের তরফে বহু চেষ্টা করা হলেও এখনো কোনো সবুজ সংকেত মেলেনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!