এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রীয় সরকার করেনি রাস্তা মেরামত – বারাসাতে জ্বলজ্বল করছে সাইনবোর্ড, সাধারণ মানুষ লাগিয়েছেন দাবি তৃণমূলের

কেন্দ্রীয় সরকার করেনি রাস্তা মেরামত – বারাসাতে জ্বলজ্বল করছে সাইনবোর্ড, সাধারণ মানুষ লাগিয়েছেন দাবি তৃণমূলের


“প্রকল্প তুমি কার?” দীর্ঘদিন ধরে এই প্রশ্ন তুলে ধরেই একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক তরজা নেমেছে কেন্দ্র এবং রাজ্যের শাসক দল। আর লোকসভা নির্বাচনের আগে রাজ্য বনাম কেন্দ্রের এই তরজার মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। এবার বারাসাতের 11 নম্বর রেলগেটের 34 নম্বর জাতীয় সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে রাস্তা মেরামত করা নিয়ে সেই কেন্দ্রীয় সরকারের ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে সাইনবোর্ডে একটি লেখা টাঙানো হয়েছে।

যেখানে লেখা রয়েছে, “এই রাস্তাটি কেন্দ্রীয় সরকারের অধীনে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের অধীনে। আমরা দুঃখিত এই রাস্তার দুরবস্থার জন্য। বারবার অনুরোধ করেও কেন্দ্রীয় সরকার এই রাস্তা মেরামত করেনি। আমরা যথাসাধ্য চেষ্টা চালাচ্ছি।” প্রসঙ্গত উল্লেখ্য, যশোর রোড দিয়ে কলকাতার দিক থেকে বারাসাত শহরে আসতে গেলে ডাক বাংলো মোড়ে গিয়ে দেখা যাবে যে দুটি রাস্তা দুটিকে ভাগ হয়ে গেছে।

যার ডান দিকে যশোর রোড এবং 35 নম্বর জাতীয় সড়ক এবং বাঁদিকে 34 নম্বর জাতীয় সড়ক। অভিযোগ, দীর্ঘদিন ধরেই বারাসতের 11 নং রেলগেট থাকার কারণে এখানকার রাস্তায় প্রচুর খানাখন্দের সৃষ্টি হয়েছে।আর যেখানে সাধারন মানুষকে প্রবল ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। রাস্তা সম্প্রসারণের কাজ চলার পাশাপাশি ফোর লেনের রাস্তাও তৈরি করা হচ্ছে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে হঠাৎ এই রাস্তার সাইন বোর্ডে রাস্তা খারাপের জন্য কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দোষ দিয়ে কে বা কারা এই ফ্লেক্স টাঙানো তা নিয়েই তৈরি হয়েছে জল্পনা। স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন, গত শুক্রবার এই সাইনবোর্ডটি 11 নম্বর রেলগেটের কলোনি মোড়ের দিকে যাওয়ার পথে রেল গেটের বাঁদিকেই এই বোর্ডটি টাঙানো হয়েছে। এদিকে কে বা কারা এই বোর্ড টাঙালো সেই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন জেলা প্রশাসন থেকে পূর্ত দফতরের আধিকারিকরা।

তাহলে কে এই সাইনবোর্ডটি লাগাল? এদিন এই প্রসঙ্গে তৃণমূল পরিচালিত বারাসাত পৌরসভার চেয়ারম্যান তথা বারাসাত শহর তৃণমূল সভাপতি সুনীল মুখোপাধ্যায় বলেন, “আমরা পুরসভার পক্ষ থেকে এই বোর্ড টাঙাইনি। সাধারণ মানুষ তা লাগাতে পারে। আমরা বহুবার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এই রাস্তা ঠিক করার কথা বলেছি, কিন্তু লাভ হয়নি। তাই এরকম সাইনবোর্ড দেওয়া দরকার। প্রয়োজনে আমরাও দলের পক্ষ থেকে এ ধরনের সাইনবোর্ড দেব।”

সব মিলিয়ে এবার রাস্তা মেরামত না করবার জন্য কেন্দ্রীয় সরকারের দিকেই অভিযোগের আঙুল তুলে সাইনবোর্ড পড়ল বারাসাতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!