এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রীয় সরকারের ৪ বছর পুর্তিতে তীব্র সমালোচনা সেলিমের

কেন্দ্রীয় সরকারের ৪ বছর পুর্তিতে তীব্র সমালোচনা সেলিমের

গত শনিবার এনডি জোটের চার বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কটকে একটি দলীয় সভায় উপস্থিত হয়ে দেশের উন্নয়ন প্রকল্পে বিজেপি দলের ভূমিকা প্রসঙ্গে বক্তব্য রাখেন। এরপরেই রবিবার রায়গঞ্জের বাম সাংসদ মহম্মদ সেলিম দলের সদর দপ্তর মুজফ্‌ফর আহমেদ ভবনে সাংবাদিক বৈঠকে বিজপিকে তীব্র আক্রমন করে বললেন ,”ত চার বছর ধরে দেশের অর্থনীতির হাল খারাপ করেছে কেন্দ্র। দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। জিএসটি, নোট বাতিল করে দেশের মানুষকে পথে বসিয়ে দেওয়া হয়েছে। মুখে কালো টাকা উদ্ধারের কথা বলা হলেও তা করা হয়নি। উলটে দেশের টাকা মেরে দিয়ে যারা পালিয়ে যাচ্ছে তাদেরও ধরার কোনও উদ্যোগ দেখাচ্ছে না কেন্দ্রীয় সরকার।’‌’

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য মহম্মদ সেলিমের এদিনের বিজেপি বিরোধী বক্তব্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম একবারের জন্যেও উচ্চারিত হয়নি। যা স্বভাবতই বিজেপি বিরোধী জোটে বাম দলগুলির অন্তভূর্ক্তির বিষয়ে ইঙ্গিত করছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছে। আর এই সম্ভবনার কথা টের পেরে কার্যতই চাপের মুখে গেরুয়া শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!