এখন পড়ছেন
হোম > জাতীয় > ১ লক্ষ টাকা জিততে চান? তাও মাত্র ৩ মিনিটে? এই বিশেষ কাজটি করলেই কেন্দ্র সরকার দেবে – জানুন

১ লক্ষ টাকা জিততে চান? তাও মাত্র ৩ মিনিটে? এই বিশেষ কাজটি করলেই কেন্দ্র সরকার দেবে – জানুন


বিশেষজ্ঞদের মতে, কমবেশি প্রত্যেকেরই যোগা বা মেডিটেশন করা উচিত। তাতে ব্যক্তির শরীর এবং মন দুই-ই চাঙ্গা থাকবে বলে মনে করা হয়। অনেকেই আজকাল বাড়িতে বসেই যোগা বা মেডিটেশন অভ্যাস করতে থাকেন। কিন্তু যে যোগা বাড়িতে বসে অন্যের আড়ালে করেন, সেই যোগা করেই যদি 1 লক্ষ টাকা পুরস্কার পাওয়া যায়, তাহলে মন্দ কি? সম্প্রতি মোদি সরকার এ রকমই একটি অভিনব প্রতিযোগিতার ঘোষণা করেছে বলে শোনা যাচ্ছে। বৃহত্তম এই প্রতিযোগিতা হবে বিশ্বব্যাপী। যে কেউ এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারেন বলে জানানো হয়েছে সরকারি সূত্রে। সরকার থেকে এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে মাই লাইফ-মাই যোগা ভিডিও ব্লগিং।

গত 31 মে থেকে এই প্রতিযোগিতায় নাম নেওয়া শুরু হয়েছে বলে খবর। প্রতিযোগিতায় অংশ নিতে গেলে করতে হবে একটি ছোট্ট কাজ। সেটি হল নিজের পরিবারের সঙ্গে একটি 3 মিনিটের যোগা ভিডিও বানাতে হবে এবং সেই ভিডিওটি কেন্দ্রীয় সরকারের আয়ুশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাঠালেই মিলতে পারে এক লক্ষ টাকা জেতার সুযোগ।সূত্রের খবর এই প্রতিযোগিতা আন্তর্জাতিক যোগা দিবসের দিন লঞ্চ করা হবে সারা বিশ্বের সামনে। অন্যদিকে সূত্রের খবর, আয়ুশ মন্ত্রণালয় এবং আইসিসিআর দ্বারা আয়োজিত এই প্রতিযোগিতায় দুটি পর্যায়ক্রমে হবে। প্রথম পর্যায়ে আন্তর্জাতিকভাবে যোগা ভিডিও ব্লগিংয়ের প্রতিযোগিতায় প্রত্যেক দেশের বিজয়ীদের নাম থাকবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দ্বিতীয়ভাগে শুধুমাত্র দেশের প্রতিযোগীদের নাম থাকবে বলে জানা গেছে। এই প্রতিযোগিতা তিনটি ক্যাটাগরিতে হবে। যথা- মহিলা, পুরুষ এবং অন্য একটি আলাদা বিভাগ। প্রসঙ্গত জানা গেছে এই প্রতিযোগিতায় জিতলে ভারতীয়দের জন্য প্রথম পুরস্কার হিসেবে থাকবে এক লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে 50 হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে পাওয়া যাবে 25 হাজার টাকা। জানা গিয়েছে, শুধু ভারতীয়রাই নয় গোটা বিশ্বের মানুষ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। তবে এই প্রতিযোগিতায় অংশ নিতে গেলে যোগা ভিডিওটি অবশ্যই তিন মিনিটের হতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান করোনা আবহে এবং মানুষের জটিল জীবনযাপনের মধ্যে যোগা নিয়ে যেভাবে কেন্দ্রীয় সরকার মানুষকে উৎসাহিত করার জন্য নতুন নতুন পন্থা খুঁজে বার করছেন, তা যথেষ্ট প্রশংসনীয়। আপাতত হাতে মাত্র তিন মিনিট নিন এবং তৈরি করুন পরিবারকে নিয়ে একটি যোগা ভিডিও। তাহলে হয়তো আপনার হাতেই চলে আসতে পারে কড়কড়ে এক লক্ষ টাকার নগদ পুরস্কার। তবে এখনো পর্যন্ত আন্তর্জাতিক স্তরে পুরস্কার মূল্য জানানো হয়নি বলে খবর। তবে জানা গেছে, খুব শীঘ্রই সেই পর্বও সমাধা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!