এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা মোকাবিলায় আন্তরিক কেন্দ্র সরকার, বাংলাকে দিল আরও প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা

করোনা মোকাবিলায় আন্তরিক কেন্দ্র সরকার, বাংলাকে দিল আরও প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা

করোনা ভাইরাস মোকাবিলার জন্য একমাত্র পথ লকডাউন। ইতিমধ্যেই ভারতবর্ষ টানা 21 দিনের প্রথম দফার লকডাউন সম্পন্ন করে, দ্বিতীয় দফায় টানা 19 দিনের লকডাউনের মধ্যে দিয়ে পথ চলছে। কবে তা শেষ হবে, কবে স্বাভাবিক হবে ভারতবর্ষ, এই প্রশ্নের উত্তর কেউ জানেন না। আর গোটা দেশ স্তব্ধ হয়ে যাওয়ায় এবং করোনার মত ভাইরাসকে মোকাবিলা করার জন্য প্রথম থেকেই অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে চলতে হচ্ছিল ভারতবর্ষের প্রতিটি রাজ্যকে।

কমবেশি প্রায় প্রতিটি রাজ্য কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের দাবি জানিয়েছিল। সেইমত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও করোনা মোকাবিলার জন্য প্রতিটি রাজ্যকে আর্থিক সাহায্য করা হয়। জানা গেছে, ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে রাজ্যগুলোর জন্য 17 হাজার 287 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। তবে তারপরেও রাজ্য সরকারগুলোর পক্ষ থেকে কেন্দ্রের কাছে ফের অর্থনৈতিক বরাদ্দের জন্য দাবি জানানো হয়।

জানা গেছে, আগামী সোমবার দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে একটি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার আগেই রাজ্যগুলিকে বড় সুখবর দিল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, কেন্দ্রীয় কর থেকে প্রাপ্য রাজ্যের এপ্রিল মাসের কিস্তি টাকা এবার মিটিয়ে দেওয়ার জন্য অনুমোদন দিল কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তর। ফলে রাজ্যের ভাঁড়ারে 3 হাজার 461 কোটি টাকা ঢুকে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর লকডাউনের এই মুহূর্তে রাজ্যগুলি যেখানে কেন্দ্রের কাছে প্রায়শই অর্থনৈতিক সাহায্য করার আবেদন জানাচ্ছে, সেখানে কেন্দ্রের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়ায় রাজ্যগুলি বড়সড় স্বস্তি পাবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু এর ফলে কোন রাজ্য কত টাকা পাচ্ছে? জানা গেছে, সব থেকে বেশি টাকা পাচ্ছে উত্তরপ্রদেশ। যাদের অর্থনৈতিক বরাদ্দের সংখ্যা 8255.19 কোটি টাকা। এরপর রয়েছে বিহার এবং তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, করোনা আবহে কেন্দ্র সরকার বারবার বার্তা দিচ্ছে – এটা রাজনীতির সময় নয়। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার সওয়াল করছেন – কেন্দ্র-রাজ্যের সমন্বয়েই এই কঠিন সময়ে দেশবাসীকে বাঁচাতে হবে। কিন্তু, এরপরেও বিরোধী রাজ্যগুলি বারেবারেই অভিযোগ তুলছিল কেন্দ্রের অসহযোগিতার। কিন্তু, কেন্দ্র সরকার যে করোনা মোকাবিলায় আন্তরিক ও মানবিক দৃষ্টিভঙ্গিতেই এর সমাধান করতে চায় – এই ঘটনায় তা আবারো প্রমাণিত হয়ে গেল।

তবে প্রায় প্রতিটি রাজ্যের কিস্তির টাকা মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার যে অনুমোদন দিয়েছে, তাতে রাজ্যগুলো করোনা মোকাবিলায় অনেকটা বড় অস্ত্র নিজেদের হাতে পেয়ে গেল। ফলে এতদিন রাজ্যগুলো কেন্দ্রের কাছে যে অর্থনৈতিক বরাদ্দের দাবি করছিল, তা কেন্দ্র এই উদ্যোগের মধ্যে দিয়ে মিটিয়ে দেওয়ায় রাজ্যগুলোর তরফে কি প্রতিক্রিয়া আসে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!