এখন পড়ছেন
হোম > জাতীয় > লকডাউনের জেরে চাকরি প্রার্থীদের দুর্বিষহ অবস্থা! নতুন সরকারি ঘোষণায় আরও বড় কপাল পুড়বে?

লকডাউনের জেরে চাকরি প্রার্থীদের দুর্বিষহ অবস্থা! নতুন সরকারি ঘোষণায় আরও বড় কপাল পুড়বে?


করোনা পরিস্থিতি ভারতবর্ষে ভয়াবহ আকার ধারণ করেছে। ভয়াবহ ভাইরাসকে আটকাতে চলছে পঞ্চম দফার লকডাউন। বিভিন্ন ক্ষেত্র বন্ধ থাকায় অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কিভাবে ভবিষ্যৎ চলবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন প্রত্যেকেই। আর এই পরিস্থিতিতে এবার এক বছরের জন্য নতুন কোনো সরকারি প্রকল্প চালু করা হবে না বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার।

আর নতুন প্রকল্প যদি চালু না হয়, তাহলে দেশে বেকারের সংখ্যা ক্রমশ বাড়তে থাকবে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফলে লকডাউনের কারণে প্রথম থেকে যে আশঙ্কা করা হচ্ছিল, তা ক্রমশ জাঁকিয়ে বসতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রকের পক্ষ থেকে সমস্ত মন্ত্রককে আর্জি জানিয়ে বলা হয়েছে, তারা যেন অর্থ মন্ত্রকের কাছে নতুন কোনো প্রকল্প পাঠানো বন্ধ করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি প্রধানমন্ত্রী কল্যাণ যোজনা এবং আত্মনির্ভর ভারত অভিযান প্যাকেজের জন্যই অর্থ খরচ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই সমস্ত বাজেটের’ আওতায় অনুমোদিত প্রকল্পগুলো আগামী 31 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তর। বিশ্লেষকদের মতে, বর্তমানে যদি নতুন কোনো প্রকল্প শুরু করা হয়, তাহলে তার জন্য ব্যাপক অর্থের খরচ হবে।

বর্তমান পরিস্থিতিতে করোনার মোকাবিলা করতে গিয়ে এমনিতেই প্রচুর অর্থ খরচ করতে হচ্ছে সরকারকে। গোদের উপর বিষফোঁড়া হিসেবে দীর্ঘদিন লকডাউনের কারণে বিভিন্ন ক্ষেত্র বন্ধ থাকায় সরকারের ওপর চাপ ক্রমশ বাড়ছে। তাই সেই দিকটির কথা মাথায় রেখে ভবিষ্যতের জন্য কিছুদিন নতুন প্রকল্প বন্ধ রাখতেই কেন্দ্রের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!