এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ক্রমশ চিন্তা বাড়ছে বাংলা নিয়ে! ঝুঁকি না নিয়ে উচ্চপর্যায়ের টিম পাঠাচ্ছে কেন্দ্র

ক্রমশ চিন্তা বাড়ছে বাংলা নিয়ে! ঝুঁকি না নিয়ে উচ্চপর্যায়ের টিম পাঠাচ্ছে কেন্দ্র

প্রথমদিকে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের উপদ্রব অতটা দেখা না গেলেও, যত দিন যাচ্ছে, তত ভয়াবহ আকার ধারণ করছে এই ভাইরাস। কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গাকে উদ্বেগজনক বলে ঘোষণা করে সেই জায়গা পরিদর্শনের জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হয়েছিল। যা নিয়ে রাজ্য বনাম কেন্দ্রের চরম বিরোধ প্রকাশ্যে চলে এসেছিল।

রাজ্যকে আগেভাগে না জানিয়ে কেন সেই দল পাঠানো হল, তা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিল পশ্চিমবঙ্গের শাসক দল। আর এমত পরিস্থিতিতে এবার পশ্চিমবঙ্গে যখন সেই করোনা ভাইরাস আরও বাড়তে শুরু করেছে, ঠিক তখনই সেখানে একটি উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় টিম পাঠানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। জানা গেছে, এই টিমে স্বাস্থ্যমন্ত্রকের এক কর্তা, কেন্দ্রীয় সরকারের একজন যুগ্ম সচিব পদমর্যাদার এক কর্তা এবং নোডাল অফিসার থাকবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি সেই কমিটিতে রাখা হয়েছে পাবলিক হেলথ এক্সপার্টকেও। কিন্তু কি কাজ হবে এই কমিটির! জানা গেছে, যেভাবে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাস বৃদ্ধি পাচ্ছে, তাতে টেস্ট থেকে শুরু করে করোনাকে মোকাবিলা করতে গেলে কি কি করা প্রয়োজন, তা খতিয়ে দেখে কেন্দ্রের কাছে রিপোর্ট পেশ করবে কমিটি। আর তারপরেই এই ব্যাপারে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের আরও দশটি রাজ্য যেখানে করোনা ভাইরাস চরম আকার ধারণ করেছে, সেই সমস্ত রাজ্যেও এই টিম পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।

বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে পশ্চিমবঙ্গে প্রথমে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসা নিয়ে কেন্দ্র বনাম রাজ্যের বিরোধ চরম আকার নিয়েছিল, তাতে এবার কেন্দ্রের পক্ষ থেকে আবার প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলে রাজ্য সরকার ক্ষোভ উগরে দিতে পারে। যদি আবার এমন ঘটনা ঘটে, তাহলে করোনাকে মোকাবিলা করা দুরস্ত, বরঞ্চ কেন্দ্র বনাম রাজ্যের দ্বৈরথ দেখেই হতাশ হতে হবে গোটা বঙ্গবাসীকে। প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যপাল সহ বিরোধী দলগুলি রাজ্যের করোনা মোকাবিলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। এখন শেষ পর্যন্ত গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, রাজ্যের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো বিরোধ দেখা যায় কিনা, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!