এখন পড়ছেন
হোম > জাতীয় > সংগঠন দানা বাঁধেনি বহু জায়গায় মেনে নিচ্ছেন খোদ কেন্দ্রীয় নেতৃত্ব, শুধু আবেগ দিয়ে কি বঙ্গ জয় করতে পারবে বিজেপি?

সংগঠন দানা বাঁধেনি বহু জায়গায় মেনে নিচ্ছেন খোদ কেন্দ্রীয় নেতৃত্ব, শুধু আবেগ দিয়ে কি বঙ্গ জয় করতে পারবে বিজেপি?

আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে বাংলাকেই পাখির চোখ করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলার 42 টি লোকসভা আসনের মধ্যে প্রায় 22 থেকে 23 টি আসন নিজেদের দখলে রাখতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির। আর এই আসন নিজেদের ঝুলিতে পুড়তে সব থেকে বেশি যা দরকার, সেই দলীয় সংগঠনকে মজবুত করার জন্য বারে বারে রাজ্যে এসে বঙ্গের বিজেপি নেতাদের একাধিক নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

এমনকি সমস্ত বুথ কমিটি তৈরির ব্যাপারে নজর দিতে বলা হয়েছে দলের রাজ্য নেতৃত্বকে। কিন্তু এখনও পর্যন্ত সেই কাজ বাকি থাকায় রাজ্যে বিজেপির সাংগঠনিক শক্তি এবারের নির্বাচনে ঠিক কতটা কাজে দেবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার কারণ হিসেবে অনেকেই বলছেন, শুধুমাত্র শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি ও সভা-সমিতি আটকে দেওয়ার ঘটনা সাধারণ মানুষের সামনে আনলেই বিজেপিকে সেই সাধারণ মানুষেরা ভোট দেবে না। এরজন্য একদিকে যেমন দলীয় স্তরে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে গর্জে উঠতে হবে, ঠিক তেমনি নিজেদের দলীয় সংগঠনকেও ঠিক পথে পরিচালিত করতে হবে।

ফলে সেই দিক থেকে শাসকের বিরুদ্ধে তীব্র বিরোধিতা গড়ে তুললেও দলীয় সংগঠনে নমনীয়তা হয়তো আখেরে অনেকটাই ক্ষতি করবে বিজেপির বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি দলের একাংশের মতে, ক্ষমতায় আসার আগেই যেভাবে বিভিন্ন জেলায় দলীয় স্তরে দ্বন্দ্ব শুরু হয়েছে তাতেও অনেকটাই বেগ পেতে হবে।

তবে শক্তিশালী সংগঠন বা সাংগঠনিক ধারা বজায় থাকলে হয়তো এই দ্বন্দ্ব অচিরেই কমে যাবে বলে আশাবাদী বিজেপি কর্মীরা। সব মিলিয়ে এবার লোকসভা নির্বাচনের আগে সংগঠনকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে রাজ্য বিজেপির নেতারা ঠিক কোন পথে এগোয় এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!