এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কেন্দ্রীয় বাহিনী রাজ্যের ভোটারদের প্রভাবিত করছে, যা অবাধ নির্বাচনের পরিপন্থী – কমিশনে অভিযোগ তৃণমূলের

কেন্দ্রীয় বাহিনী রাজ্যের ভোটারদের প্রভাবিত করছে, যা অবাধ নির্বাচনের পরিপন্থী – কমিশনে অভিযোগ তৃণমূলের

আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ি দিয়ে গোটা নির্বাচনকে সম্পন্ন করা উচিত বলে প্রথম থেকেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে আবেদন জানিয়েছে রাজ্যের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো। আর বিরোধীদের এই অভিযোগকে মান্যতা দিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।

তবে রাজ্যের শাসক দল তৃণমূলের অভিযোগ, “কেন্দ্র বাহিনী ভোটারদের ভয় দেখিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে প্রভাবিত করতে শুরু করেছে।” যদিও বা বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আসলে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্যই কেন্দ্রীয় বাহিনী বাংলায় পা রাখাতেই এখন ভয় পাচ্ছে রাজ্যের শাসক দল।

তবে এবার সেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাজ্যের অনেক মানুষকে প্রভাবিত করার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রকের বাঙালি কর্তা আর কে মিত্রর বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিতভাবে অভিযোগ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি।

সূত্রের খবর, রবিবার নির্বাচন কমিশনকে দেওয়া এই চিঠিতে সুব্রত বক্সী জানিয়েছেন, দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরুপা মিত্র চৌধুরীর স্বামী হলেন এই আর কে মিত্র। বর্তমানে তিনি সিএসএফের গতিবধির নিয়ন্ত্রক হয়ে রয়েছেন। আর এই পদে থাকায় যাবতীয় আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর যার জেরে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আগে সেই কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠক করে রাজ্যে কিভাবে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির হয়ে ভোটারদের প্রভাবিত করতে হবে তার পেছনে কলকাঠি নাড়ছেন এই আর কে মিত্র বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আর কি করে একজন অবসরপ্রাপ্ত আধিকারিক হিসেবে তিনি পরোক্ষে কেন্দ্রীয় বাহিনীকে লেলিয়ে দিয়ে রাজ্যের ভোটারদের প্রভাবিত করছেন তা নিয়েও নির্বাচন কমিশনের কাছে এই ঘটনাকে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের শামিল বলেই জানিয়েছেন সুব্রতবাবু।

এদিকে তৃণমূলের তরফে সেই আর কে মিত্রর বিরুদ্ধে অভিযোগ করা হলে এই প্রসঙ্গে তাঁর স্ত্রী তথা দক্ষিন মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, “এই সম্পর্কে আমার কিছু জানা নেই। যদি কেউ অভিযোগ করে থাকে তাহলে আমি কিছু বলব না।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কেন্দ্রীয় বাহিনী দিয়েই অবাধ ও শান্তিপূর্ণ ভোট হবে বলে যখন বারে বারেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বিরোধীরা, ঠিক তখনই সেই কেন্দ্রীয় বাহিনীকে লেলিয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের এক বাঙালি কর্তা ভোটারদের প্রভাবিত করছে বলে পাল্টা সেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হয়ে নির্বাচন কমিশনে চিঠি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!