এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ‘মুখ্যমন্ত্রীর ভাইয়ের’ সঙ্গে মুখ্যসচিবের মদ্যপানের ছবি ফাঁস করে বড়সড় প্রশ্ন বাবুলের

‘মুখ্যমন্ত্রীর ভাইয়ের’ সঙ্গে মুখ্যসচিবের মদ্যপানের ছবি ফাঁস করে বড়সড় প্রশ্ন বাবুলের

করোনা ভাইরাস নিয়ে এমনিতেই আতঙ্কে রয়েছেন সকলে। রাজ্য সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাস মোকাবিলার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হলেও, বিরোধীদের পক্ষ থেকে এই ব্যাপারে রাজ্য সরকারের বিরুদ্ধে নানা প্রশ্ন করা হচ্ছে। কখনও আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা চেপে যাওয়া, আবার কখনও বা টেস্ট কিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সরব হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তবে সম্প্রতি এই সমস্ত কিছুর উর্ধে উঠে সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক ছবি পোস্ট করেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

যা নিয়ে এখন তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, শোরগোলের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী পোস্ট করা সেই বিতর্কিত ছবি। সূত্রের খবর, গত শুক্রবার ফেসবুকে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে রাজীব সিনহার সামনে দুটি গ্লাস রয়েছে, যাতে রয়েছে রঙিন পানীয়। এছাড়াও ওই ছবিতে আরও এক ব্যক্তি রয়েছেন, যাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় বলে বর্ণনা করা হয়েছে।

ওই ছবি পোস্ট করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় দাবি করেছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মদ্যপান করছেন। নিজের ট্যুইটে তিনি লেখেন, “কারো ব্যক্তিগত মুহূর্তের ছবি নিয়ে নোংরামি করার মানসিকতা বা রুচি আমার নেই। পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আর মুখ্যমন্ত্রীর ভাইকে এই ছবিতে একসাথে দেখা যাচ্ছে। বিজেপি কোনো গোপন ক্যামেরা দিয়ে ছবি তোলেনি। সকাল থেকে এই ছবিটি ভাইরাল।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাবুল সুপ্রিয় আরও লিখেছেন, “মাননীয়া মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক ব্যানার্জি, চিফ সেক্রেটারি একসাথে ড্রিঙ্কস করছেন কেন, এই প্রশ্ন উঠবে না! তৃণমূল, দিদি, সিএস বলতেই পারেন, এটা ভুয়ো ছবি। আর কিছু বলছি না। শেষে একটা জিনিস খালি বলব, হুইস্কির সাথে কোনো ছবি তোলা কিন্তু অপরাধ নয়। তাই এই নিয়ে যারা মুখ্যসচিবকে কুকথা বলছেন, তার সাথে আমি একমত নই। তৃণমূলের সাথে ওনার কোনো অশুভ আঁতাত আছে কিনা, প্রশ্ন সেটাই।”

আর বিজেপি সাংসদ তথা মন্ত্রী বাবুল সুপ্রিয় এই পোস্ট করার সাথে সাথেই নানা মহলে তৈরি হয় বিতর্ক। বিশেষজ্ঞরা বলছেন, বাবুল সুপ্রিয় এই পোস্ট করে মদ্যপান নিয়ে তেমন ভাবে কোনো মন্তব্য না করলেও, তিনি বোঝাতে চেয়েছেন যে, রাজ্যের শাসকদলের সঙ্গে সরকারি কর্তা হিসেবে মুখ্য সচিবের কি সম্পর্ক রয়েছে যার জন্য মুখ্যমন্ত্রী এবং তার ভাইকে একসাথে মদ্যপান করতে দেখা গেল!

এদিকে এই ছবি প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন ওই ছবিতে সংশ্লিষ্ট ব্যক্তি তিনি নন, এমনকি এর জন্য তিনি বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মামলা করার কথাও জানিয়েছেন। যদিও সেই পোস্টেরও পাল্টা দিয়েছেন বাবুল সুপ্রিয়। অন্যদিকে দক্ষিণ কলকাতার ডিসিপির অফিসিয়াল ট্যুইটার থেকে বাবুল সুপ্রিয়ের সংশ্লিষ্ট পোস্ট নিয়ে তাকে ‘ফেক’ বলে জানিয়ে দেওয়া হয়েছে। আর তারফলেই সরগরম হয়ে উঠেছে বাংলার রাজনৈতিক মহল।

বস্তুত, বারবার বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, শাসক দলের সঙ্গে প্রশাসনিক কর্তা ব্যক্তি এবং পুলিশ প্রশাসনের সমঝোতা রয়েছে। তৃণমূলের কথা মেনেই পুলিশ-প্রশাসন কাজ করছে। আর এবার ‘মুখ্যমন্ত্রীর ভাইয়ের’ সঙ্গে রাজ্যের মুখ্যসচিবের মত শীর্ষকর্তার একসাথে ‘মদ্যপান’ করার ছবি পোস্ট করে বাবুল সুপ্রিয় যে রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিলেন সে ব্যাপারে কার্যত একমত বিশেষজ্ঞদের। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, এই ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সরকারি পদক্ষেপ আসে কিনা, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!