এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কেন্দ্রীয় মন্ত্রীর এলাকাতেই দিনের পর দিন সংকল্প যাত্রায় “ফ্লপ শো”! ক্ষোভ বাড়ছে দলের যাত্রা

কেন্দ্রীয় মন্ত্রীর এলাকাতেই দিনের পর দিন সংকল্প যাত্রায় “ফ্লপ শো”! ক্ষোভ বাড়ছে দলের যাত্রা


উত্তরবঙ্গে সপ্তদশ লোকসভা নির্বাচনে ব্যাপকভাবে উত্থান ঘটেছে ভারতীয় জনতা পার্টির। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত 8 টি লোকসভা আসনের মধ্যে 7 টি লোকসভা আসনেই পদ্মফুল ফুটেছে। কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আবার অন্যদিকে কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে নরেন্দ্র মোদি।

আর বাংলার ক্ষেত্রে 18 টি আসন লাভ করা পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির কর্মী-সমর্থকরা থেকে শুরু করে নেতৃত্ব সকলেই মনে করেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় যথেষ্ট গুরুত্বভাবে পশ্চিমবঙ্গের বিজয়ী ভারতীয় জনতা পার্টির সাংসদরা কিন্তু কিছুটা আশা পূর্ণ করে দুইটি প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেও পূর্ণমন্ত্রী হিসেবে এখনো কোনো নাম আসেনি বাংলা থেকে। তবে যে দুটি কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী বাংলা থেকে শপথ নিয়েছেন, তাদের মধ্যে যথেষ্ট গুরুত্ব পেয়েছে উত্তরবঙ্গ।

উল্লেখযোগ্যভাবে, উত্তরবঙ্গের রায়গঞ্জ লোকসভা সিট থেকে বিজয়ী বর্ষিয়ান বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরীকে কেন্দ্রীয় নারী এবং শিশুকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব অর্পণ করেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। তবে সম্প্রতি মহাত্মা গান্ধীর সার্ধশতবর্ষ উদযাপনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে গান্ধী সংকল্প যাত্রার ডাক দিয়েছেন, তাতে বারবার হোঁচট খাচ্ছে প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর সংসদীয় এলাকা রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর। যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা জমে উঠেছে রাজনৈতিক মহলের অন্দরে।

এমনিতেই বিশেষজ্ঞদের মতে, রায়গঞ্জ লোকসভা কেন্দ্র রাজনৈতিকভাবে সবসময় উত্তপ্ত থাকে। শাসক-বিরোধী রাজনৈতিক হানাহানি নিত্যনৈমিত্তিক ব্যাপার। কিন্তু বরাবর এই এলাকায় রাজ্যের ক্ষমতাসীন দলের বিরোধী বাতাবরণ থাকলেও ভারতীয় জনতা পার্টির সেই অর্থে কোনো সংগঠন ছিল না। এবারে তীব্র মোদি হাওয়ায় যখন এই লোকসভা কেন্দ্রে পদ্ম ফুল ফুটল, তখন সমগ্র এলাকায় রাজনৈতিক ভাবে নিজেদের ঘাটি শক্ত করতে মরিয়া হয়ে পড়েছিল ভারতীয় জনতা পার্টির জেলা এবং রাজ্য নেতৃত্ব।

কিন্তু পার্টির একাধিক রাজনৈতিক কর্মসূচি সফলতার ক্ষেত্রে বারবার বিফলতার মুখ দেখতে হচ্ছে বিজেপিকে। রাজনৈতিকভাবে যা ভীষণ চিন্তার বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রসঙ্গত, গত সোমবার ইসলামপুর মিলন পল্লী থেকে শুরু করে শিবনগর পর্যন্ত ভারতীয় জনতা পার্টির গান্ধী সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয়েছে। 12 কিমি এই যাত্রায় মানুষের কোনো রকমের উৎসাহ চোখে পড়েনি বলে মত এলাকার জনগণের একাংশের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি যে সমস্ত দলীয় কর্মীরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে অনেকে অনুষ্ঠানের মাঝখান থেকে সরে যান। মূলত শেষের দিকে দেখা যায় মুষ্টিমেয় কয়েকজন লোক বাকি রয়েছে বিজেপির গান্ধী সংকল্প যাত্রায়। আবার অন্যদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে অনুষ্ঠিত হওয়া এই গান্ধী সংকল্প যাত্রায় রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী অংশগ্রহণ করলেও বেশিরভাগ সময়টা তিনি নিজের গাড়ির মধ্যেই ছিলেন। ফলে কর্মী-সমর্থকদের মধ্যে কিছুটা উৎসাহ কম হয়ে পড়ে বলে জানা গেছে। যার কারণে শেষ পর্যন্ত এক রকম জনসভায় বক্তব্য রাখতে হয় কেন্দ্রীয় মন্ত্রীকে।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং কর্মীদেরকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে যে সংকল্প যাত্রা করতে বলেছেন, তা অনেক ক্ষেত্রেই ঠিকভাবে প্রতিপালন করতে পারছে না দলীয় নেতৃত্ব এবং মন্ত্রীরা।

জানা গেছে, সোমবার দিন দুটোর সময় ইসলামপুরের মিলন পল্লী থেকে গান্ধীর সংকল্প যাত্রা শুরু হয়। তবে সংকল্প যাত্রা শেষ হওয়ার আগেই অনেক দলীয় নেতাকর্মীরা পদযাত্রা ছেড়ে চলে যান। যার কারণে শেষ অবধি দেখা যায় শিবনগরে সংকল্প যাত্রাকে স্বাগত জানাতে যে কয়েকজন হাতে গোনা কর্মীসমর্থকরা ব্যানার হাতে করে অপেক্ষা করছেন, তারা বাদ দিয়ে সভাস্থলে আর কেউ ছিল না। অপরদিকে জানা যায়, মন্ত্রী দেবশ্রী চৌধুরী সংকল্প যাত্রায় অংশগ্রহণ করলেও তিনি পদযাত্রায় বিন্দুমাত্র অংশগ্রহণ করেননি। কার্যত পদযাত্রা শেষ হওয়ার আগেই দেবশ্রীদেবী শিবপুরের সভাস্থলে পৌঁছে যান।

তবে সভাস্থলে পদযাত্রায় অংশগ্রহণ না করেই পৌঁছে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে দেবশ্রী চৌধুরী জানান, “আমি ইসলামপুরে পৌঁছাতেই মিছিলটি অর্ধেক রাস্তা পেরিয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবে মিছিলের মাঝখানে অংশ নেওয়া ঠিক মনে হয়নি। যার কারণে আমি সরাসরি সভাস্থলে চলে আসি।” সভায় লোক না হওয়ার প্রসঙ্গে দেবশ্রী দেবী বলেন, “অনেক মহিলাদের কোলে বাচ্চা থাকায় তারা শেষ জায়গায় পৌঁছতে পারেনি। আমরা চেষ্টা করি কিন্তু দুপুর রোদের মধ্যে সম্পূর্ণ রাস্তা আসা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না।”

অপরদিকে নিজের মিছিলে না হাটা প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, “সরকারি বিভিন্ন কার্যক্রম থাকায় মন্ত্রীদের অনেক দিকে যেতে হয়। মন্ত্রীদের পক্ষে এতটা পথ পরিক্রমা করা বা একটা কর্মসূচি ঘন্টার পর ঘন্টা থাকা সম্ভব হয় না।” তবে বিজেপির এই স্বল্প পরিমাণ লোক নিয়ে সংকল্প যাত্রাকে কটাক্ষ করতে ছেড়ে দেননি তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

 

তিনি বলেন, “লোকসভা ভোটে মানুষ বিজেপির উপর ভরশা করেছিল। কিন্তু বিজেপির প্রকৃত স্বরূপ প্রকাশ পেয়ে গেছে। সব জায়গাতেই যাত্রা শুধু ফ্লপ নয়, সুপার ফ্লপ হচ্ছে। মানুষ এতটাই মুখ সরিয়ে নিয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রীরা হাটতে পারছেন না।” অপরদিকে জেলা তৃণমূল সভাপতি বিজেপিকে কটাক্ষ করে বলেন, “গান্ধীজীর নামে সংকল্প যাত্রা হলেও ব্যানারে গান্ধীজীর কোনো ছবি থাকছে না। তবে সভাস্থল থেকে রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, “রাম রাজ্যের কথা বিজেপি বলেনি। স্বাধীনতার পূর্ব থেকে মহাত্মা গান্ধীর রাম রাজ্যের স্বপ্ন দেখতেন। রামরাজ্য হচ্ছে যেখানে মানুষ শান্তিতে সুখি ভাবে থাকবে। প্রজার সুখেই রাজা সুখী। আর প্রজার হিতই রাজার কর্ম।”

তবে কেন্দ্রীয় মন্ত্রী যাই বলুন না কেন, যে রায়গঞ্জে লোকসভা নির্বাচনে ব্যাপক ভাবে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি, সেখানে যদি নিজেদের সাংগঠনিক দুর্বলতা এই ভাবে প্রকাশ পায়, আর কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে এলাকার সাংসদ দেবশ্রী চৌধুরী কর্মসূচিতে অংশগ্রহণ করলেও যদি নেতাকর্মীদের সঙ্গে পদযাত্রায় পা না মেলায়, তাহলে সাধারন জনগন যে সংগঠনের প্রতি আশা পূর্ণ হবে না, তা বলাই বাহুল্য বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপির এদিনের সভায় ভারতীয় জনতা পার্টির নেতা বিশ্বজিৎ লাহিড়ী, পার্থ মজুমদার, সন্দ্বীপ ভট্টাচার্য সহ জেলা বিজেপি নেতৃত্ব উপস্থিত থাকলেও মুষ্টিমেয় কয়েকজন লোককে নিয়ে সভা করায় ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির সাংগঠনিক দৃঢ়তা এবং শক্তি নিয়ে। এখন আগামী দিনে নিজেদের কর্মসূচিগুলো সফল করতে এবং ব্যাপক পরিমাণে জনসমাগম করতে ভারতীয় জনতা পার্টির উত্তর দিনাজপুর জেলা সাংগঠনিক নেতৃত্ব কি পদক্ষেপ গ্রহণ করেন, সেদিকেই লক্ষ্য থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!