এখন পড়ছেন
হোম > জাতীয় > লকডাউন পর্ব মিটিয়ে কবে খুলতে চলেছে স্কুল-কলেজ? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের

লকডাউন পর্ব মিটিয়ে কবে খুলতে চলেছে স্কুল-কলেজ? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের


টানা 21 দিনের লকডাউনের মধ্যে রয়েছে গোটা ভারতবর্ষ। কবে মানুষ গৃহ থেকে বাইরে বেরিয়ে স্বাভাবিক জীবন-যাপন করতে পারবে তা এখন প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। স্কুল, কলেজ থেকে শুরু করে নানা শিক্ষা প্রতিষ্ঠান অনেকদিন ধরেই বন্ধ। শিক্ষার্থীরা বাড়িতে থাকায় তাদের পড়াশুনায় অনেকটাই প্রভাব পড়ছে।

কেননা এমনিতেই অভিভাবক অভিভাবিকারা অনুযোগের সুরে বলেন যে, বাড়িতে নাকি শিক্ষার্থীরা পড়াশুনা করতেই চায় না। ফলে এমতাবস্থায় দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ লকডাউনের কারণে বন্ধ থাকায়, বাড়িতে ঠিকমত পড়াশোনা হচ্ছে না বলে দাবি করছেন অনেকেই।

তবে আগামী 14 এপ্রিলের পর লকডাউন উঠে যেতে পারে বলে নানা মহলের পক্ষ থেকে জানানো হলেও, সরকার কি সিদ্ধান্ত নেবে, তার দিকে তাকিয়ে রয়েছেন সকলেই। কিন্তু লকডাউন উঠলেও, শিক্ষক এবং পড়ুয়াদের নিরাপত্তা যে সব থেকে বড় ব্যাপার, তা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, শিক্ষার্থীদের পড়াশুনা যাতে সঠিকভাবে চলে, তার জন্যেও পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “এই মুহূর্তে বলা মুশকিল। ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তাই এই মুহূর্তে সব থেকে বড় ইস্যু। যদি 14 এপ্রিলের পরেও স্কুল-কলেজ বন্ধ রাখতে হয়, তাতে ছাত্র-ছাত্রীদের কোনোরকম একাডেমিক ক্ষতি না হয়, তার জন্য কেন্দ্র ব্যবস্থা রেখেছে। আমরা 14 এপ্রিলের পরে পরিস্থিতি পর্যালোচনা করব। তারপর স্কুল-কলেজ খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে আরও কিছুদিন বন্ধ রাখতে হবে নাকি খুলে দিতে হবে, তা নিয়ে আলোচনা করতে হবে। গোটা দেশে 34 কোটি ছাত্রছাত্রী রয়েছে। আমেরিকার মোট জনসংখ্যার চেয়েও বেশি। আমাদের বিরাট সম্পদ।”

আর কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রীর এই কথা থেকেই কার্যত স্পষ্ট যে, 14 এপ্রিলের পর লকডাউন উঠবে কিনা, তা কেউ জানেন না। কিন্তু যদিও লকডাউন ওঠে, তাহলে ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষকদের নিরাপত্তার কথা ভেবে স্কুল, কলেজ খোলার ব্যাপারে একটু দেরিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রীর কথাতে অন্তত সেইরকমই আভাস পাওয়া গেল। এখন কবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সচল হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!