এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কেন্দ্রের দেওয়া চাল নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির! চাঞ্চল্য রাজ্যজুড়ে !

কেন্দ্রের দেওয়া চাল নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির! চাঞ্চল্য রাজ্যজুড়ে !


করোণা ভয়াবহতা আটকাতে বর্তমানে লকডাউন চলছে। আর সমস্ত কিছু বন্ধ থাকার কারণে মানুষকে সাহায্য করতে নানা প্রকল্পের কথা ঘোষণা করেছে কেন্দ্র এবং রাজ্য। ইতিমধ্যেই লকডাউনের সময় সাধারণ মানুষের মুখে যাতে অন্নের জোগান দেওয়া যায়, তার জন্য কেন্দ্রের পক্ষ থেকে প্রতিটি রাজ্যকে সাহায্য করা হচ্ছে। যার ব্যতিক্রম নয় বাংলাও। তবে সাম্প্রতিককালে বিজেপির পক্ষ থেকে রাজ্যের মানুষকে সাহায্য করা নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে।

গেরুয়া শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে নানা সাহায্য করা হলেও রাজ্য তা কাজে লাগাচ্ছে না। তবে বরাবরই রাজ্যের শাসকদলের পক্ষ থেকে অবশ্য সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। কিন্তু এবার প্রধানমন্ত্রী গরিব কল্যান যোজনার 6 হাজার মেট্রিক টন চাল এবং গম ভারতীয় খাদ্য নিগমের কোচবিহার জেলার তিনটি গোডাউনে পড়ে থাকতে দেখে রীতিমতো সরব হল গেরুয়া শিবির।

সূত্রের খবর, শনিবার কোচবিহার জেলা বিজেপি সভাপতি মালতি রাভার নেতৃত্বে একটি প্রতিনিধিদল খাদ্য নিগমের গুদামগুলো পরিদর্শন করেন। আর সেখানেই তারা দেখতে পান যে, এপ্রিল মাস থেকে খাগড়াবাড়ি, বাবুরহাট এবং দিনহাটার খাদ্য নিগমের গোডাউনে মাল পড়ে রয়েছে। কিন্তু রাজ্য সরকার তা তুলছে না। আর এরপরই এনিয়ে সরব হন তারা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, যেখানে মানুষ খেতে পাচ্ছে না, সেখানে তিনটি গোডাউনে এভাবে মাল পড়ে থাকা কি সত্যিই যুক্তিযুক্ত!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে রাজ্য সরকারকে কটাক্ষ করে কোচবিহার জেলা বিজেপির সভানেত্রী মালতী রাভা বলেন, “তিনটি গোডাউনে এপ্রিল মাস থেকে মাল পড়ে রয়েছে। অথচ রাজ্য সরকার তুলছে না। সত্য ঘটনা জানার জন্য আজ আমরা ভারতীয় খাদ্য নিগমের গুদামগুলোতে গিয়েছিলাম। তৃণমূল যে অপপ্রচার করছে, কেন্দ্রের ঘোষণা অনুযায়ী খাবার এসে পৌঁছয়নি, সেই ব্যাপারে মানুষের কাছে সত্য তুলে ধরব আমরা।”

আর এখানেই একাংশের প্রশ্ন, সত্যিই তো তাই! কেন এই মহামারীর সময় কেন্দ্রের দেওয়া সেই খাদ্যশস্য মানুষের কাছে পৌছে দেওয়া হচ্ছে না! তাহলে কি এক্ষেত্রেও রাজনীতি করছে তৃণমূলের প্রশাসন? কেন গরিব মানুষদের কাছে তাদের খাদ্যশস্য পৌঁছানো যাচ্ছে না? এদিন এই বিষয়ে ভারতীয় খাদ্য নিগমের কোচবিহার ডিভিশনাল ম্যানেজার ও পি শর্মা বলেন, “প্রধানমন্ত্রী গরিব কল্যান যোজনায় চাল, গম গোডাউনে এসে পড়েছে। প্রায় 6 হাজার মেট্রিকটন চাল রয়েছে। বিষয়টি জেলাশাসককে জানিয়ে তাকে মাল নেওয়ার অনুরোধ করেছিলাম। জেলাশাসক জানিয়েছেন, রাজ্যকে বিষয়টি জানানো হয়েছে। সেখান থেকে দুই এক দিনের ভিতরে অর্ডার চলে আসবে। তারপর মাল বিলি করা হবে।”

তবে এক্ষেত্রে এত বিলম্ব কি সাজে? যেখানে মহামারীর সময়ে সাধারণ মানুষের ঘরে চাল বাড়ন্ত, সেখানে কেন এভাবে গোডাউনে কেন্দ্রের দেওয়া চাল মজুদ করা হল! এদিন এই প্রসঙ্গে বিজেপির তোরা অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন কোচবিহার জেলা তৃণমূলের নেতা আবদুল জলিল আহমেদ। এদিন তিনি বলেন, “বিজেপির অভিযোগ মিথ্যা। ওরা সব সময় মিথ্যা প্রচার করে। খাদ্যসামগ্রী বিলির বিষয়টি জেলাশাসক দেখছেন। উনিই তা বিলি করবেন।” সব মিলিয়ে এবার জেলার গুদামগুলি পরিদর্শন করে কেন্দ্রের দেওয়া খাদ্যশস্য পড়ে থাকায় রাজ্যকে কড়া ভাষায় আক্রমণ করে শোরগোল তুলে দিল ভারতীয় জনতা পার্টি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!