এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল, ফের তীব্র সংঘাত কেন্দ্র -রাজ্যের !

রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল, ফের তীব্র সংঘাত কেন্দ্র -রাজ্যের !


যত দিন যাচ্ছে, ততই পশ্চিমবঙ্গের পরিস্থিতি বেগতিক হতে শুরু করেছে। করোনা ভয়াবহতায় বিশেষভাবে উদ্বেগের মধ্যে কেন্দ্রের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা। যার মধ্যে রয়েছে, কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ের মত জেলাগুলো। আর এবার রাজ্যে বেশ কিছু অঞ্চলের পরিস্থিতি বেগতিক হওয়ায় বিপর্যয় মোকাবিলা আইনের কিছু ধারা অনুযায়ী নিজেদের অধিকার প্রয়োগ করে আন্তঃমন্ত্রকের প্রতিনিধিদল রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র।

সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এই ব্যাপারে রাজ্য সরকারকে একটি চিঠি দেওয়া হয়েছে। যেখানে জানানো হয়েছে, তিন দিনের মধ্যে কেন্দ্রের দুটি প্রতিনিধি দল রাজ্যে প্রবেশ করবে। যেখানে তারা কেন্দ্রের তালিকায় থাকা বিশেষভাবে উদ্বেগ জেলাগুলোতে বিভিন্ন ব্যবস্থা খতিয়ে দেখবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্যে ঠিকমত লকডাউন মানা হচ্ছে না বলে নবান্নকে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু তার পরেও যে বেশ কিছু ক্ষেত্রে লকডাউন মানা হয়নি এবং তার কারণেই যে পশ্চিমবঙ্গের অবস্থা ভয়াবহ হয়ে উঠছে, তা এক কথায় মেনে নিচ্ছেন অনেকেই।

জানা গেছে, কেন্দ্রের তরফে আসা প্রতিনিধিদল সাত জেলা পরিদর্শন করে সেখানে সোশ্যাল ডিস্ট্যান্স মানা হচ্ছে কিনা, লকডাউন কেমন চলছে এই সমস্ত কিছু খতিয়ে দেখবেন। শুধু তাই নয়, রাজ্যে করোনাকে প্রতিহত করতে রাজ্য সরকারের পরিকাঠামো নেই বলে বর্তমানে অভিযোগ করছে বিরোধীরা‌। সেদিক থেকে কেন্দ্রের এই প্রতিনিধিদল সেই ব্যাপারটিও খতিয়ে দেখতে চাইছে।

বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্র প্রতিনিধিদল রাজ্যে পাঠিয়ে কার্যত পরিষ্কার করে দিল যে, পশ্চিমবঙ্গ নিয়ে তারা খুব একটা খুশি নয়। বাংলায় করোনা প্রতিরোধ করতে রাজ্য সরকার প্রথমদিকে পদক্ষেপ গ্রহণ করলেও, যত দিন যাচ্ছে, ততই রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।

এমতাবস্তায় রাজ্যের বেশকিছু জেলাকে বিশেষভাবে উদ্বেগ বলে ঘোষণা করে কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠিয়ে কেন্দ্র বুঝিয়ে দিল যে, পশ্চিমবঙ্গ ভয়াবহ অবস্থায় রয়েছে। এখন কেন্দ্রের পক্ষ থেকে এই প্রতিনিধিদল পাঠানোর পরে তারা রাজ্যের অবস্থা দেখে কি রিপোর্ট দেয় এবং রাজ্য লকডাউনকে মান্যতা দিয়ে করোনা প্রতিরোধ করতে কতটা সক্রিয় হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!