এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কেন্দ্রীয় দলকে তথ্যই দিচ্ছে না রাজ্য! পত্রাঘাতে ক্রমশ চাপ বাড়াচ্ছে প্রতিনিধি দলও!

কেন্দ্রীয় দলকে তথ্যই দিচ্ছে না রাজ্য! পত্রাঘাতে ক্রমশ চাপ বাড়াচ্ছে প্রতিনিধি দলও!


করোনাকে মোকাবিলা করা অপেক্ষা এখন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে রাজ্য সরকারের বিবাদ খবরের শিরোনামে উঠে আসতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের বেশকিছু জায়গাকে উদ্বেগজনক বলে ঘোষণা করে কেন্দ্রের পক্ষ থেকে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হয়েছে বাংলায়। আর তার পরেই তাঁর প্রবল বিরোধিতায় সরব হয়েছে রাজ্য প্রশাসন। যেখানে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রের পাঠানো প্রতিনিধিদের বিরোধিতা নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন।

শুধু তাই নয়, এই ব্যাপারে কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যের অসহযোগিতার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানানোর সাথে সাথেই কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়। কেন্দ্রীয় প্রতিনিধি দলকে যেন সহযোগিতা করা হয়, তার জন্য রাজ্যকে জানিয়ে দেয় কেন্দ্র। পরবর্তীতে রাজ্যের পক্ষ থেকে সেই কেন্দ্রীয় প্রতিনিধি দলকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয় কিন্তু তা সত্ত্বেও কোনো জায়গায় যেন অভাব থেকে যাচ্ছে। রাজ্য বনাম কেন্দ্রীয় প্রতিনিধি দলের দ্বন্দ্ব যেন কমছে না কিছুতেই।

সূত্রের খবর, শুক্রবারের পর শনিবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে দুটি চিঠি দিয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের নেতা অপূর্ব চন্দ্র। যেখানে নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি গত 24 এপ্রিল বেশ কিছু জায়গা পরিদর্শনের অভিজ্ঞতার কথা জানানো হয়েছে সেই চিঠিতে। অন্যদিকে একইভাবে উত্তরবঙ্গ পরিদর্শনের দায়িত্বে থাকা কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতা বিনীত যোশিও মুখ্যসচিবকে একটি চিঠি দিয়ে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি নিয়ে তথ্য চেয়েছেন।

যার ফলে এখন তৈরি হয়েছে চাঞ্চল্য। প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতা অপূর্ব চন্দ্রকে ফোন করে জানিয়ে দিয়েছিলেন যে, তারা যদি চান, তাহলে তারা যে কোনো জায়গায় যেতে পারেন। তবে একাংশের অভিযোগ, শনিবার সকালে বেশ কিছু জায়গায় এই কেন্দ্রীয় প্রতিনিধি দল যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিলেও, রাজ্য সরকারের অসহযোগিতার জন্য তারা অনেক জায়গাতেই যেতে পারেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরই তারা যদি নিজেদের মত করে বিভিন্ন জায়গা পরিদর্শন করেন, তাহলে তাদের নিরাপত্তায় ঘাটতি হতে পারে সেই ব্যাপারটি লিখে মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতা অপূর্ব চন্দ্র। এখন এই ব্যাপারে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে রাজ্য সরকারের পক্ষ থেকে কি জানানো হয়, তার দিকেই নজর থাকবে সকলের। সূত্রের খবর, মুখ্যসচিবকে লেখা চিঠিতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের অপূর্ব চন্দ্র বলেছেন, “পুলিশ এস্কর্ট না পেলে রাস্তাঘাটে কেন্দ্রীয় দলের সুরক্ষা রাজ্য দায়িত্ব নিচ্ছে তো!”

তিনি আরও জানিয়েছেন, “পরিদর্শনের সময় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে কেন্দ্রীয় দলের সঙ্গে থাকা বিএসএফ ব্যবস্থা নিতে পারবে তো! কেন্দ্রীয় দল বেরোলে পিপিই কি রাজ্য সরকার দিতে পারবে? 21 এপ্রিল কোলকাতা পুলিশের কোনো ডিসিকে বিএসএফ অতিথিশালায় পাঠিয়ে কি বলানো হয়েছিল যে, কেন্দ্রীয় দল রাজ্যের অনুমতি ছাড়া বেরোতে পারবে না! শুধু বিমানবন্দরে যেতে চাইলে কলকাতা পুলিশ এস্কর্ট করে দেবে?”

তাঁর আরও বক্তব্য, “24 এপ্রিল পরিদর্শনের সময় জুনিয়র অফিসাররা আমাদের সঙ্গে ছিলেন। তবে পর্যবেক্ষক দল কোথাও গেলে চিকিৎসক ও তথ্য দিতে পারবেন, এমন কেউ থাকা দরকার।” অর্থাৎ, নিজেদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্য যে কিছুটা হলেও অসহযোগিতা করছে, তা নিজেদের চিঠিতে তুলে ধরেছে বলে মত সমালোচক মহলের। অনেকেই বলছেন, রাজ্যে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন জন্যই এসেছেন।

সেদিক থেকে এই প্রতিনিধি দলের নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব রাজ্য সরকারের। আর সেই কথা তুলে ধরেই রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতা অপূর্ব চন্দ্র। এখন যদি মুখ্যসচিব বা রাজ্য সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে তাদের আবার কেন্দ্রের পক্ষ থেকে কড়া চিঠি পেতে হতে পারে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!