এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনায় মৃত্যু ঘোষণায় রাজ্যের ভূমিকা নিয়ে বাংলাকে কি বড়সড় অস্বস্তিতে ফেলে দিল কেন্দ্রীয় দল?

করোনায় মৃত্যু ঘোষণায় রাজ্যের ভূমিকা নিয়ে বাংলাকে কি বড়সড় অস্বস্তিতে ফেলে দিল কেন্দ্রীয় দল?


প্রথম দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের করোনা মোকাবিলায় পদ্ধতি নিয়ে প্রশংসা করেছিলেন সকলেই। বিরোধীদের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে করোনা মোকাবিলায় কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে, তা জেনে সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে আব্দুল মান্নান, এমনকি জয়প্রকাশ মজুমদার বলেছিলেন, তারা সরকারের পাশে আছেন। তবে বিরোধীরা সরকারের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করলেও, কিছুদিনের মধ্যেই অবস্থার পরিবর্তন হতে শুরু করে।

বিভিন্ন ক্ষেত্রে করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গলদ প্রকাশ্যে আসায় বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করে সরকারের বিরুদ্ধে। যেখানে তাদের আপত্তির কারণ ছিল যেড় রাজ্য সরকার সঠিক মাত্রায় টেস্ট করাচ্ছে না এবং আক্রান্ত ও প্রকৃত মৃত্যুসংখ্যা চেপে যাওয়া হচ্ছে। আর নানা মহলে যখন এই নিয়ে গুঞ্জন চলছে, ঠিক তখনই রাজ্য সরকারের পক্ষ থেকে গঠিত একটি কমিটি গঠন করা হয়। যে কমিটি বাংলায় করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর কারণ নির্ধারণ করবে।

আর এবার সেই কমিটির ব্যাপারেই রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার কাছে ব্যাখ্যা চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পাঠানো প্রতিনিধিদল। সূত্রের খবর, বুধবার বিকেলে কেন্দ্রের পক্ষ থেকে পাঠানো এই দলের প্রধান তথা প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিব অপূর্ব চন্দ্র মুখ্যসচিবকে একটি চিঠি দিয়েছেন। যেখানে রাজ্য সরকারের কাছ থেকে তারা কি কি তথ্য চাইছেন, তার ব্যাপারে বিশদে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, রাজ্যের এই প্রতিনিধিদল কোন কোন জায়গা পরিদর্শন করবে, তার ব্যাপারেও রাজ্য সরকারকে জানানো হয়েছে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর কেন্দ্রের পক্ষ থেকে আসা প্রতিনিধিদল এখন রাজ্যকে ঠিক কি কি প্রশ্ন করল, তা নিয়েই তৈরি হয়েছে গুঞ্জন‌। জানা গেছে, মুখ্যসচিবের কাছে পাঠানো চিঠিতে পর্যাপ্ত সংখ্যায় টেস্ট নিয়ে প্রশ্ন করা হয়েছে। শুধু তাই নয়, যে টেস্টের ব্যবস্থা করা হয়েছে, তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তার ব্যাপারেও প্রশ্ন করেছে এই প্রতিনিধিদল। এছাড়াও স্বাস্থ্য কর্মীদের জন্য যে সমস্ত মাস্ক বা অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছে, তা কত সংখ্যায় সরবরাহ করা হয়েছেড় তার ব্যাপারে জানতে চেয়েছে এই প্রতিনিধি দল।

এছাড়াও অক্সিজেন, ভেন্টিলেটরের সংখ্যা ও হটস্পটে নজরদারি চালানোর জন্য কত জনের টিম রয়েছে, তাও মুখ্যসচিবের কাছে চিঠিতে জানতে চাওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্যের চারটি জেলায় করোনা কেয়ার সেন্টার তৈরি করা হয়েছে। যার মধ্যে রয়েছে, কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। যার দায়িত্বে রয়েছে কেন্দ্রের এই প্রতিনিধি দল। ফলে সেখানকার ব্যবস্থা কেমন, তার ব্যাপারেও রাজ্যের কাছে জানতে চেয়েছে তারা।

আর সবশেষে কিভাবে করোনা ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর কারণ নির্ধারণ করা হচ্ছে এবং কিভাবে তা নির্ধারণ করছে রাজ্য সরকারের পক্ষ থেকে গঠিত কমিটি, তা প্রশ্ন সহকারে তুলে ধরেছে কেন্দ্রের প্রতিনিধিদল। বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে এতগুলো প্রশ্ন রাজ্যের মুখ্যসচিবের কাছে করল কেন্দ্রের প্রতিনিধি দল, তাতে রাজ্য সরকার কিছুটা হলেও অস্বস্তিতে পড়তে পারে। কারণ এতদিন রাজ্য সরকারের কাছে এই সমস্ত প্রশ্ন তুলে সরব হয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলো।

ফলে এবার কেন্দ্রের পক্ষ থেকে যে প্রতিনিধিদল রাজ্যের কাছে প্রশ্নের উত্তর চেয়ে চিঠি পাঠাল, তাতে রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য সরকার এর কি উত্তর দেয়, তার দিকেই নজর থাকবে সকলের। তবে অনেকেরই আশঙ্কা, যদি কেন্দ্রীয় প্রতিনিধি দলের আসার পেছনে প্রথমে রাজ্য সরকারের আপত্তি থাকে এবং উত্তর দেওয়ার পেছনে যদি তাদের আপত্তি বজায় থাকে, তাহলে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠতে পারে। সেদিক থেকে এখন রাজ্য এর উত্তর দেয়, নাকি গোটা ব্যাপারটি এড়িয়ে গিয়ে অন্য কোনো কথা বলে, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!