এখন পড়ছেন
হোম > জাতীয় > দ্বিতীয়দফার লকডাউন হতে চলেছে আরও কড়া! মদ-সিগারেট বিক্রিতে ও গুটখা খাওয়াতে কড়া শাস্তি!

দ্বিতীয়দফার লকডাউন হতে চলেছে আরও কড়া! মদ-সিগারেট বিক্রিতে ও গুটখা খাওয়াতে কড়া শাস্তি!


করোনা ভাইরাস ভারতবর্ষকে অনেক কিছু শিখিয়ে দিল। সামাজিক দূরত্ব অবলম্বন করা থেকে শুরু করে হাঁচি-কাশির সময় হাত দিয়ে মুখ ঢাকা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ইত্যাদি। টানা 21 দিনের লকডাউন সেরে ওঠার সাথে সাথেই বাংলা শুভ নববর্ষের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা 19 দিন লকডাউনের কথা ঘোষণা করেছেন। আর এবার দ্বিতীয় দফায় লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পরেই একগুচ্ছ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার।

সূত্রের খবর, বুধবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, এখন থেকে কোনো তামাকজাত দ্রব্য বিক্রি চলবে না। কোনো দোকানে যদি এই জিনিস বিক্রি হয়, তাহলে বিক্রেতাকে শাস্তিযোগ্য অপরাধ দেওয়া হবে। শুধু তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধ নয়, শ্বাসবাহিত করোনা ভাইরাস রোগকে প্রতিহত করতে প্রকাশ্য রাস্তায় থুতু ফেলার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যেকের হাঁচি এবং কাশির মধ্যে ভাইরাস থাকে। তাই সেই ভাইরাস যাতে অন্যের শরীরে না যায়, তার জন্য এখন মুখে মাস্ক লাগাতে বলা হচ্ছে। তবে এর পাশাপাশি প্রকাশ্য রাস্তায় থুথু ফেলা থেকেও ভাইরাস ছড়াতে পারে বলে আশঙ্কা করে তা আটকানোর ব্যাপারে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। অনেকে বলছেন, ভারতবর্ষের বাইরে যে সমস্ত দেশ রয়েছে, সেখানে রাস্তায় থুতু ফেলা দণ্ডনীয় অপরাধ।

কিন্তু ভারতবর্ষে এখনও পর্যন্ত এই অপরাধ আটকানোর ব্যাপারে কোনো পদক্ষেপ কোনো সরকারকে নিতে দেখা যায়নি। তবে এবার করোনা ভাইরাসের সময় মোদি সরকার এই ব্যাপারে উদ্যোগ নেওয়ায় সাধুবাদ জানাচ্ছেন সকলেই। অর্থ্যাৎ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাই যে করোনা ভাইরাসকে সরানোর একমাত্র উপায়, তা এবার বুঝিয়ে দিল কেন্দ্রীয় সরকার।

কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে নেশাজাতীয় দ্রব্য বিক্রিতা না এবং রাস্তায় থুথু ফেলাতে না করে দেওয়ার পরেও সাধারণ মানুষ তা কতটা মান্যতা দেয়, তার দিকেই নজর থাকবে সকলের। বিশেষ করে যেভাবে মদের দোকান খোলা নিয়ে ও লকডাউনেও মদ সংগ্ৰহ নিয়ে যেভাবে সুরাপ্রেমীদের মধ্যে আকুলতা শুরু হয়েছে, তার জেরে বিভিন্ন জায়গা থেকে কালোবাজারির খবর আসতে শুরু করেছে। কিন্তু, করোনা মোকাবিলায় কেন্দ্র যে আরও কড়া হতে চলেছে তা এই নির্দেশিকাতেই স্পষ্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!