এখন পড়ছেন
হোম > অন্যান্য > অপেক্ষা আর মাত্র দু সপ্তাহ? তারপরেই বাজারে চলে আসবে করোনার প্রতিষেধক? সামনে এল বড়সড় দাবি!

অপেক্ষা আর মাত্র দু সপ্তাহ? তারপরেই বাজারে চলে আসবে করোনার প্রতিষেধক? সামনে এল বড়সড় দাবি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের দাপটে গোটা বিশ্ব কার্যত আজ ঘরে ঢুকে গেছে! যেভাবে দিনে দিনে লাফিয়ে লাফিয়ে এই ভাইরাসের তেজ বাড়ছে তাতে ঘুম উড়ে গেছে গোড়া বিশ্ববাসীরই। গোটা বিশ্বের বিজ্ঞান ও চিকিৎসা জগৎ এই মারণ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের জন্য প্রাণপাত করে ফেলছে। আর সাধারণ মানুষ সেই বিজ্ঞান ও চিকিৎসার উপরেই ভরসা করে তাকিয়ে আছেন – এই কঠিন আঘাতের হাত থেকে নিষ্কৃতি পেতে।

আর এর মাঝেই এবার সামনে এল বড়সড় দাবি। বাবা রামদেব ও আচার্য বালাকৃষ্ণের সংস্থা পতঞ্জলি এবার দাবি করে বসল যে আগামী দু সপ্তাহের মধ্যেই নাকি এই মারণ ভাইরাসের প্রতিষেধক বাজারে নিয়ে চলে আসবে। আর যে খবর সামনে আসতেই কার্যত দ্বিধাবিভক্ত ভারতবাসী। একদল জানাচ্ছেন, সারা পৃথিবীর বিজ্ঞান যেখানে করোনা-বধের কোনো সূত্র খুঁজে পাচ্ছে না, সেখানে এই সংস্থা কি করে এই মিরাকল ঘটাবে। অন্যদিকে, আরেক পক্ষের বক্তব্য, প্রাচীন ভারতের আয়ুর্বেদ শাস্ত্র খুবই উন্নতমানের ছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পতঞ্জলি সংস্থাটি সেই আয়ুর্বেদের উপর ভরসা করেই নিজেদের প্রোডাক্ট বানিয়ে থাকে। এক্ষেত্রেও আয়ুর্বেদিক উদ্ভিদের গুণাবলী নিয়েই এই প্রতিষেধক করা হয়েছে বলে দাবি। তাহলে, কেন অসাধ্য সাধন হবে না? প্রসঙ্গত, পতঞ্জলি সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ও সিইও আচার্য বালাকৃষ্ণ আগেই দাবি করেছিলেন, আয়ুর্বেদিক এই ওষুধ মাত্র 5 থেকে 14 দিনের মধ্যে করোনা আক্রান্তকে পুরোপুরি সুস্থ করে তুলবে। যখন থেকে করোনা ভাইরাস মহামারীর আকার ধারণ করেছে তখন থেকেই তাঁদের সংস্থা আয়ুর্বেদকে হাতিয়ার করে তাঁর মাধ্যমে ওষুধ তৈরি করার জন্য বিজ্ঞানীদের একটি দল তৈরি করে।

তিনি আরও জানিয়েছিলেন, প্রথম অবস্থায় যৌগগুলিকে চিহ্নিত করা হয় এবং সিমুলেশন করা হয়। এর পরবর্তীতে করোনার বিরুদ্ধে লড়াই করতে পারে এবং এই ভাইরাসের সংক্রমণ আটকাতে পারে এমন কতগুলি যৌগকে বেছে নিয়ে ওষুধ তৈরি করার প্রক্রিয়া চলছে। আয়ুর্বেদিককে হাতিয়ার করে অবশ্যই করোনার প্রতিরোধ সম্ভব। এই মুহূর্তে আয়ুর্বেদিক যে ওষুধটি পতঞ্জলি তৈরি করছে তার নিয়ন্ত্রিত ক্লিনিকাল ট্রায়াল চলছে। ওষুধ প্রস্তুত করে পরীক্ষা করা হয়েছিল ইঁদুরের উপরও এবং মিলেছে সাফল্যও, এখন শুধু মানুষের উপর প্রয়োগের অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!