এখন পড়ছেন
হোম > অন্যান্য > গ্রাহকদের স্বস্তি দিতে বড়সড় পদক্ষেপ বিদ্যুৎমন্ত্রীর, চাপের মুখে বিল নিয়ে পিছু হঠল CESC

গ্রাহকদের স্বস্তি দিতে বড়সড় পদক্ষেপ বিদ্যুৎমন্ত্রীর, চাপের মুখে বিল নিয়ে পিছু হঠল CESC


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত কয়েকদিন ধরেই ইলেক্ট্রিসিটি বিল নিয়ে কার্যত উত্তাল হয়ে উঠেছে গোটা কলকাতা। করোনা অতিমারীর কারণে গত দুমাসে মিটার রিডিং নিতে পারে নি সিইএসসি কর্তৃপক্ষ। তাই গত বছরের এই সময়ের একটা গড় বিল পাঠানো হয়। কিন্তু আনলক প্রক্রিয়া শুরু হতেই এই মাসের মিটার রিডিং নিয়ে প্রকৃত বিল পাঠায় কর্তৃপক্ষ। আর তাতেই পাহাড় প্রমান বিল দেখে চক্ষু কার্যত চড়কগাছ আমজনতার। ক্ষোভে ফেটে পড়ছেন তাঁরা।

আর এরপরেই কার্যত নড়েচড়ে বসে প্রশাসন। এই নিয়ে বার্তা দেন স্বয়ং বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আর তাই চাপে পরে বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন সিইএসসি কর্তৃপক্ষ। আর সেই বৈঠকের শেষেই সামনে এল বড়সড় ঘোষণা। সিইএসসি কর্তৃপক্ষ জানিয়ে দিল, জুন মাসের বিল নতুন করে গ্রাহকদের পাঠানো হবে। আর সেই নতুন বিলে গত এপ্রিল এবং মে মাসের বিলে যে টাকা ‘কম’ নেওয়া হয়েছিল, তা যোগ করা হবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই সিইএসসি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে তুমুল খুশি রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লাগাতারভাবে সিইএসসির উপর চাপ সৃষ্টি করার ফলেই তারা বিল নিয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। এদিকে সিইএসসি জানিয়েছে, জুন মাসের বিল নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ সৃষ্টি হওয়ায়, আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নতুন করে বিল পাঠানো হবে। সেই কথাই বিদ্যুৎমন্ত্রীকে বৈঠকেও জানানো হয়েছে।

সিইএসসি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যাঁরা বিল পেয়েছেন, কীভাবে তা অ্যাডজাস্ট হবে, তা নিয়েই এখন কাজ চলছে। সেই কাজ শেষ হলেই গ্রাহকদের জানানো হবে। অন্যদিকে শোভনদেববাবু জানিয়েছেন, বৈঠকে সিইএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এপ্রিল ও মে মাসের বিলের বিষয়টি আপাতত স্থগিত রাখছে। জুন মাসের বিলের জন্য তারা লেট ফি নেবে না। বিল জমা না দিলে লাইন কাটাও হবে না।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!