ছয় বছর আগে তৈরি তোরন সংস্কারেই দেড় কোটি! বিধানসভার আগে আর্থিক নয়ছয়ের বানে বিদ্ধ তৃণমূল! তৃণমূল রাজনীতি August 2, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –2021 এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল চেষ্টা করছে, এই সমস্ত দুর্নীতি বন্ধ করতে কড়া পদক্ষেপ গ্রহণ করে নেতা কর্মীদের বার্তা দিতে। কিন্তু এবার রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ নিঃসন্দেহে অস্বস্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের। জানা গেছে, প্রায় ছয় বছর আগে তৈরি দিঘার প্রবেশদ্বার “দিঘা ওয়েলকাম গেট” সংস্কার করতে দেড় কোটি টাকা খরচ হয়েছিল। আর তাতেই শাসকদলের বিরুদ্ধে এবার দীঘায় সৌন্দর্যায়নের ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরব হল ভারতীয় জনতা পার্টি। প্রসঙ্গত উল্লেখ্য, দিঘায় প্রবেশের মুখেই 116 বি জাতীয় সড়কের উপরে একটি বিশাল তোরণ তৈরি করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মোটা ভীমের উপরে লোহার খাঁচা দিয়ে গেট তৈরি করা হয়েছে। আর ওপরে লেখা রয়েছে এসআরপি বোর্ড। জানা যায়, এই প্রকল্পের জন্য রাজ্য সরকার 6 কোটি 57 লক্ষ টাকা খরচ করেছিল। বস্তুত, 2014 সালের 25 শে নভেম্বর এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার পরবর্তীতে সেখানে নানা গাছ লাগানো হলেও তা এখন নষ্ট হয়ে গিয়েছে। উড়ে গিয়েছে ওপরের দিকের বোর্ড। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - যার ফলে বৃষ্টিতে জল ঢুকে লোহায় মরচে ধরেছে। পরবর্তীতে এই তোরনণটি সংস্কারের জন্য রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে অর্থ বরাদ্দ করা হয়। তবে এবার এই তোরণ তৈরিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে বিজেপি প্রাক্তন জেলা সভাপতি তপন মাইতি বলেন, “দীঘায় উন্নয়নের নামে টাকা চুরি চলছে। তোরণের চারদিকে ফুলের গাছ বসিয়ে সৌন্দর্যায়নের নাম করে সব টাকা চুরি করা হয়েছে। এখন করোনা আক্রান্তদের চিকিৎসা খাতে সরকার ঠিকমতো অর্থ বরাদ্দ করতে পারছে না। অথচ দীঘায় তোরণ সংস্কারে দেড় কোটি টাকা খরচ করেছে।” কিন্তু বিজেপির পক্ষ থেকে যে দুর্নীতির অভিযোগ করা হয়েছে, তা কি সত্যি? এদিন এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল বিধায়ক তথা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান অখিল গিরি বলেন, “প্রাথমিকভাবে এই তোরণ সংস্কারে কম টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু তোরণ যে ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে, তার সমীক্ষা করে দেখার পর পরবর্তী পর্যায়ে অতিরিক্ত অর্থ বরাদ্দ করেছে পৌর ও নগরোন্নয়ন দপ্তর।” সব মিলিয়ে বিজেপির পক্ষ থেকে এবার দীঘার উন্নয়নে ব্যাপক আর্থিক সাহায্যের অভিযোগ করায় নিঃসন্দেহে চাপে পড়েছে রাজ্যের শাসকদল। এখন বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ ওঠায় তৃণমূল কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -