এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > চা-বলয়ের মন পেতে মাস্টারস্ট্রোক মমতার! গেরুয়া দূর্গে অবশেষে সিঁদ কাটতে পারবেন তৃণমূল নেত্রী?

চা-বলয়ের মন পেতে মাস্টারস্ট্রোক মমতার! গেরুয়া দূর্গে অবশেষে সিঁদ কাটতে পারবেন তৃণমূল নেত্রী?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের একটি আসন বাদে প্রায় সমস্ত আসনেই ফুটে গিয়েছিল পদ্মফুল। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গের একটি আসনও দখলে রাখতে পারেনি। যার ফলে কার্যত হতাশ হয়ে পড়েছিল শাসক শিবির। তবে উত্তরবঙ্গের ফলাফল যাতে এবার তৃণমূলের জন্য ভালো হয়, তার জন্য এবার রীতিমতো মাস্টার স্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যেখানে মঙ্গলবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার 450 জন দুঃস্থ আদিবাসীর গন বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেল রাজ্যের প্রশাসনিক প্রধানকে। শুধু তাই নয়, চা শ্রমিকদের হাতে চা সুন্দরী আবাস প্রকল্পের আবাস যোজনার অ্যালটমেন্ট লেটার তুলে দেওয়ার পাশাপাশি নানা প্রকল্পের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্ষেত্রে চা শ্রমিকদের বেতন বৃদ্ধির কথা উঠে আসে তার বক্তব্যের মধ্যে দিয়ে। অর্থাৎ গত লোকসভা নির্বাচনে বিজেপি যেভাবে তাদের উত্থান দেখিয়েছিল, আগামীতে যাতে আর তা না হয় এবং তৃণমুলকেই যাতে সকলের সমর্থন করেন, এদিন নিজের বক্তব্যের মধ্যে দিয়ে সেকথাই বোঝানোর চেষ্টা করেন তৃণমূল নেত্রী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, এদিন ফালাকাটার মিল রোডের মাঠে আদিবাসীদের গণবিবাহের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেখানে উপস্থিত হয়ে মঞ্চ থেকেই নবদম্পতিদের আশীর্বাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর 10 মিনিট বক্তব্য রেখে গণবিবাহের আসরে নেমে আসেন তিনি। যেখানে আরও একবার নব দম্পতিদের আশীর্বাদ করতে দেখা যায় তাকে। শুধু তাই নয়, রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের 25 হাজার টাকার চেক সকলের হাতে তুলে দেন বাংলার প্রশাসনিক প্রধান। আর এরপরই আদিবাসীদের তালে তাল মিলিয়ে কিছুটা পা দোলান মুখ্যমন্ত্রী।

এদিন বক্তব্য রাখতে গিয়ে চা বাগান নিয়ে বিজেপির দ্বিচারিতার কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার কাজ করে না। আমরা কিন্তু আপনাদের জন্য প্রাণপণ কাজ করি। বিজেপি শুধু অপপ্রচার, কুৎসা, চরিত্র হনন করে। তারা কোনো কাজ করে না। আমরা কাজ করি‌। করে দেখাই। আমাদের সরকার মানুষের সরকার, আদিবাসী ও রাজবংশীদের সকলের সরকার। আমরা কথা দিয়ে বন্ধ বাগান খুলে দিয়েছি। অপপ্রচার করি না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপিকে কটাক্ষ করে বুঝিয়ে দিলেন যে, তার সরকার সমস্ত রকম ভাবে মানুষের পাশে রয়েছে‌। এক্ষেত্রে বিজেপিকে আক্রমণের প্রধান কারণ গত লোকসভা নির্বাচনে এখানে বিজেপির উত্থান। তাই আগামী বিধানসভা নির্বাচন যখন বিজেপির কাছে ফাইনাল ম্যাচ, তখন গেরুয়া শিবির যে আরও বেশি করে সংগঠনকে চাঙ্গা করতে পদক্ষেপ নেবে, তা বলাই যায়।

আর এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে চাবালায় বিজেপির সেই সংগঠনকে দুর্বল করে দিতে উন্নয়নের কথা তুলে ধরে মানুষের মন জয় করার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে বিজেপির বিরুদ্ধে কুৎসা, অপপ্রচার করার অভিযোগ তুলে গেরুয়া হওয়াকে ফিকে করে দেওয়ার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করে মানুষের মন জয় করার চেষ্টা করলেও, তিনি কতটা আগামী বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে গেরুয়া ঝড়কে রুখে দিতে পারেন, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!