“চাঁদে ময়লা থাকলেও ওনার কোনো ময়লা নেই” স্বচ্ছ বুদ্ধবাবুর স্মৃতিচারণায় পূর্ণদাস বাউল! বামফ্রন্ট রাজনীতি রাজ্য August 10, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সকলেই আজকে একটা কথা স্বীকার করে নিচ্ছেন যে, বুদ্ধদেব ভট্টাচার্য মানেই সততা। তাকে নিয়ে হাজার বিরোধিতা থাকলেও, তার বিরোধী মনোভাবাপন্ন মানুষরাও তার সততা নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে না। আর সেই জায়গায় দাঁড়িয়ে তার শেষ যাত্রায় স্মৃতিচারণা করতে গিয়ে চাঁদে দাগ থাকলেও বুদ্ধবাবুর কোনো দাগ নেই বলেই মন্তব্য করলেন বিশিষ্ট বাউল শিল্পী পূর্ণদাস বাউল। প্রসঙ্গত, এদিন বুদ্ধবাবুর শেষযাত্রায় শামিল হন বিশিষ্ট শিল্পী পূর্ণদাস বাউল। আর সেখানেই প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবন যাপন থেকে শুরু করে প্রশাসন পরিচালনা নিয়ে প্রতিক্রিয়া দেন এই শিল্পী। তিনি বলেন, “চাঁদে দাগ থাকতে পারে, কিন্তু ওনার গায়ে কোনো দাগ নেই। উনি সাদা। প্রশাসন পরিচালনা থেকে শুরু করে রাজনৈতিক কর্মকান্ড, ব্যক্তি জীবন, উনি সব সময় স্বচ্ছ। তাই ওনাকে অনুসরণ করে চললে সকলেই ভালো থাকবে।” আপনার মতামত জানান -