এখন পড়ছেন
হোম > অন্যান্য > সদ্যবিবাহিত চাহালকে কি পরামর্শ দিলেন রোহিত? জানুন বিস্তারিত

সদ্যবিবাহিত চাহালকে কি পরামর্শ দিলেন রোহিত? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কোরিওগ্রাফারর এবং ইউটিউবার ধনশ্রী ভার্মার সঙ্গে। সেখানে ধনশ্রী ভার্মার কাছ থেকে জানা যায় যে, চাহাল বস্তুত তাঁর কাছে আসেন একজন নাচের ছাত্র হিসাবে। কারণ লকডাউনে নামক তাঁর নাচ সহ আরো অনেক ইউটিউব ভিডিও দেখে চাহাল তাঁর কাছে ক্লাস করার সিদ্ধান্ত নেন এবং তাঁর সঙ্গে যোগাযোগ করে সেই মতো ক্লাস শুরু করেন।

আর সেই সুযোগেই তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। এবং পরে ধীরে ধীরে সেই বন্ধুত্ব নতুন সম্পর্কে পরিণতি পায় বলেই জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে এদিন তিনি লেখেন, তাদের ভালোবাসা শুরু হয়েছিল কোন একটা সময় এবং এবার সেটা পরিণতি পেয়েছে। বস্তুত, অগাস্ট মাসে তাঁদের রোকা অনুষ্ঠান হয়েছিল বলে জানা গিয়েছিল।

সেই সময় উপহারের সঙ্গে ধনশ্রী ল্যাভেন্ডার ল্যাহেঙ্গা পরে এবং চাহাল কুর্তা পরে পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন। তারপর একসঙ্গে আমির্শাহিতে উড়ে যান। আর সেই অনুষ্ঠানের পর গতকাল তাঁদের সম্পর্ক বিয়েতে পরিণতি পেয়েছে। এদিন হিন্দু মতে তাঁরা বিয়ে করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গুরুগ্রামের লেক রিসোর্টে তাদের বিয়ের আসর বসে। লাল লাহেঙ্গতে নববধূকে অপরূপ লাগছিল। সেইসঙ্গে এদিন সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছাবার্তা জানাতে দেখা গেছে মনদীপ সিং, কারণ নায়ার, জয়ন্ত যাদব সহ ক্রিস গেইল এবং অন্যান্য ব্যক্তিত্বদের। আর সেখানেই চাহালকে নতুন পরামর্শ দিতে দেখা গেছে রোহিত শর্মাকে।

এদিন সতীর্থর উদ্দেশ্যে তিনি টুইট করে লেখেন, “তোমার গুগলিগুলো যেন স্ত্রীকে করো না। ওগুলো তোমার প্রতিপক্ষ প্রার্থীদের জন্যই তুলে রাখ।” আর রোহিত শর্মার এই বার্তাই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতে বেশী সময় নেয়নি। সেই সঙ্গে রোহিত শর্মার হাস্যরসের প্রশংসা করতে দেখা গেছে অনেককে। প্রসঙ্গত উল্লেখ্য, চাহাল ভারতীয় ক্রিকেট দলের একদিনের আন্তর্জাতিক ও টুয়েন্টি২০ আন্তর্জাতিকে প্রতিনিধিত্ব করেন।

এছাড়া তিনি দাবায় যুব বিভাগে আন্তর্জাতিক ভাবে ভারতে প্রতিনিধিত্ব করেছেন। তিনি ঘরোয়া ক্রিকেটে হরিয়ানা ক্রিকেট দল ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন। বস্তুত, তিনি একজন লেগ ব্রেক বোলার হিসেবেই পরিচিত। এছাড়া চাহাল দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টি২০-তে ৬ উইকেট নিয়েছেন বলেও দেখা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!