এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > আইনি জটিলতা পেরিয়ে ঝালদা পুরসভা পেল নতুন চেয়ারম্যান

আইনি জটিলতা পেরিয়ে ঝালদা পুরসভা পেল নতুন চেয়ারম্যান


একের পর এক চেয়ারম্যান আসেন যান তবু পুরো সময় স্থায়ী হন না কেউই। এ এক চিরপরিচিত দৃশ্য ঝালদার মানুষের কাছে। সেই ১৯৯০ সাল থেকে চলে আসছে এই অদ্ভুত ইতিহাস। অনেক আশা নিয়ে এক এক জন ব্যাক্তিকে মনোনীত করা হয় চেয়ারম্যান পদে। কিছুদিন যেতে না যেতেই কোন না কোন কারণে সেই পদে পদাধিকারী বদল হয়। এবারও তার অন্যথা হল না ঝালদা পুরসভায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, গত ২৯ শে জুন পৌরসভার চেয়ারম্যান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা এনে ৮ জন কাউন্সিলার সর্বসম্মতি ক্রমে প্রদীপ কর্মকার কে চেয়ারম্যান নির্বাচিত করেন। এতদিনের আইনি জটিলতা কাটিয়ে আজ ঝালদা পৌরসভার চেয়ারম্যান পদে শপথ নিলেন প্রদীপ কর্মকার। এদিন তাঁকে শপথ বাক্য পাঠ করান ঝালদা মহকুমার মহকুমা শাসক সন্দীপ টুডু। চেয়ারম্যানের শপথ গ্রহন শেষ হতেই প্রদীপ কর্মকার-কে মালা পরিয়ে বরণ করে নেন অন্যান্য কাউন্সিলারা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

শপথ গ্রহণ পর্ব শেষে পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান জানান অর্ধ সমাপ্ত কাজ শেষ করে ঝালদাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়াই তাঁর মূল লক্ষ। তিনি জানান “হাউস ফর অল” প্রকল্পে ১০৯৭ টি ঘর বরাদ্দ হলেও ৫০০ টি ঘরের কাজ শুরু হওয়ার পরে টাকা না দেওয়ার কারণে থমকে রয়েছে। প্রতিটি ঘরের জন্য ৩ লক্ষ ৬৮ হাজার টাকা বরাদ্দ হয়। এবার সমস্ত ঘর খুব শীঘ্রই শুরু করা হবে।

একই সঙ্গে এই অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান পদে শপথ নিলেন কাঞ্চন পাঠক। ঝালদা পুরাবাসীর মনে উন্নয়নের যে নতুন আশা জেগেছে তাকে বাস্তব রূপ দেওয়াই তাঁদের মূল লক্ষ্য বলে জানান তিনিও। এখন যে আশা নিয়ে নতুন চেয়ারম্যানকে আনা হল ঝালদাবাসীর সেই আশা কতটা পূরণ হল সেটা সময়ই বলে দেবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!