এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > চেয়ারম্যানের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত ব্যারাকপুর!

চেয়ারম্যানের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত ব্যারাকপুর!

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ভয়াবহ আকার নিয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দল তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরেও, দলীয় শৃঙ্খলা অটুট রাখতে পারছে না ঘাসফুল শিবির। এবার ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ তুলে সরব হশ তৃণমূলের একাংশ। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হতে দেখা গেল ব্যারাকপুর এলাকা। যেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি পর্যন্ত চলেছে। স্বাভাবিক ভাবেই শাসকদলের কোন্দল এভাবে ভয়াবহ আকার ধারণ করার কারণে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী।

জানা যায়, এদিন উত্তর 24 পরগনার টিটাগরের মোহনপুর এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ভয়াবহ আকার ধারণ করে। যেখানে এক তৃণমূল কর্মী লাল্টু দাস অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ তুলে সরব হন। শুধু তাই নয়, এক্ষেত্রে সম্পত্তি দখলের অভিযোগ তোলা হয় ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাসের বিরুদ্ধে। নিত্যনতুন এভাবে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা হলেও তাকে মদত দেওয়ার অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই ব্যাপক চাপে পড়ে যায় ঘাসফুল শিবির। ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে দলের এক কর্মী এই ধরনের অভিযোগ তোলায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। আর এরপর বেশ কিছু দুষ্কৃতী এলাকায় গুলি চালায় বলে অভিযোগ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও বা তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে দেন ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান তথা বর্তমান প্রশাশক উত্তম দাস। এদিন তিনি বলেন, “কে বা কারা করেছে, এই সম্পর্কে আমি কিছুই জানি না। আর মোহনপুর পঞ্চায়েতের কোনো বিষয়ে আমরা কিছুই করি না। এদের কার সঙ্গে কি ঝামেলা, তা আমার জানা নেই।” আর চেয়ারম্যান এক কথা বললেও, যেভাবে তৃণমূলের সদস্য তার বিরুদ্ধে সরব হয়েছেন, তাতে এখন রীতিমত চাপে তৃণমূল নেতৃত্ব। বিশেষজ্ঞরা বলছেন, এই গোটা ঘটনা শাসকদলের গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ।

বারবার দলকে শৃঙ্খলিত করতে চাইছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও যেভাবে উত্তর 24 পরগনার মত বৃহৎ জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল, তাতে রীতিমতো চাপে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রাজ্যের ক্ষমতায় রয়েছে দল। কিন্তু তারপরেও শুধুমাত্র শাসকদলের গোষ্ঠী কোন্দলের জন্য যেভাবে আইন-শৃঙ্খলা ভাঙতে শুরু করেছে এবং প্রকাশ্যে গুলি চলতে দেখা যাচ্ছে, তাতে বিরোধীরা যে এই ব্যাপারে তৃণমূলকে ব্যাপকভাবে চেপে ধরবে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!