এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > চাকরি দেবার নাম করে প্রতারণা, এবার গ্রেফতার অভিযুক্ত

চাকরি দেবার নাম করে প্রতারণা, এবার গ্রেফতার অভিযুক্ত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে করোনা পরিস্থিতি মানুষের জীবন থেকে চাকরির সম্ভাবনা যেভাবে কমিয়ে দিচ্ছে, তাতে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের কাছে সামান্য একটি চাকরি জোগাড় করাই বড় রকমের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এমন পরিস্থিতিতে তাই সামান্য মাইনের চাকরির জন্যও বড় বড় ডিগ্রিধারী মানুষদেরও আবেদন করতে দেখা গেছে। যেখানে কিছুদিন আগেই বনদপ্তরে একটি পদে চাকরির আবেদনের ক্ষেত্রে নিম্নমানের যোগ্যতার কথা বলা হলেও, পিএইচডি করা ছেলেমেয়েদেরও সেখানে আবেদন করতে দেখা গিয়েছিল।

মাত্র দশ হাজার টাকা মাইনের জন্য এবং অস্থায়ী চাকরির ক্ষেত্রে রাজ্যের ছেলেমেয়েদের এহেন হুড়োহুড়ি স্বভাবতই নজর কেড়েছিল বহু মানুষের। সেখানে বিশেষজ্ঞরা মনে করেছিলেন, যেখানে রাজ্যের শাসকদল আর বিরোধীদের মধ্যে একে অপরকে কেবলমাত্র কটাক্ষ করতেই দেখা গেছে, সেখানে আদপে সাধারণ মানুষের উপকারে আসছে না কিছুই। তাই বর্তমানে একটি চাকরি পাওয়ার আশায় হত্তে দিতে হয়েছে রাজ্যের বেকার যুবক-যুবতীদের।

আর সেই সুযোগ কাজে লাগিয়ে অসৎ লোকেরা যে ফায়দা নেওয়ার চেষ্টা করবে না, সেটা বলা যায় না। আর তাই চাকরি দেওয়ার নাম করে মানুষকে প্রতারণা করার ঘটনা আকছার ঘটতে দেখা গেছে। তবে সম্প্রতি জানা গেছে, চাকরি দেওয়ার নাম করে ১১ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় সাইবার ক্রাইম থানার পুলিশ ইংরেজবাজার এলাকা থেকে একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ধৃত ওই ব্যক্তির নাম রাজেশ বেরা এবং তিনি মালদার বিধান পল্লী এলাকার বাসিন্দা বলেই জানা যায়। তবে তার আসল বাড়ির শিলিগুড়ির বাগডোগরা থানার জয়তী নগর এলাকায় বলে জানানো হয়েছে পুলিশ সূত্রে। জানা গেছে, কিছুদিন আগে চাকরি করে দেওয়ার নামে মালদা শহরের বাসিন্দাকে প্রতারণা করা হয়েছেন বলে অভিযোগ জানান হয় ইংরেজবাজার থানাতে।

অভিযোগকারিণী পায়েল কুন্ডু ওই ব্যক্তি ছাড়াও সোনালী রায় এবং মৌমিতা মজুমদার এর বিরুদ্ধে ১১ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ এনেছেন বলে জানা গেছে। এদিন তিনি বলেন, স্বাস্থ্য দপ্তরের গ্রুপ ডি কর্মী পদে তার চাকরী করে দেবে বলে তাঁকে জানিয়েছিলেন রাকেশ বেরা নামে ওই ব্যক্তি। আর সেই মত মাসখানেক আগেই পায়েলের কাছে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে মেলের মাধ্যমে।

কিন্তু এরপর চাকরিতে যোগদান করতে গেলেই পায়েল কুন্ডু জানতে পারেন অ্যাপয়েন্টমেন্ট লেটার টি ভুয়ো। আর তখনই তিনি যে প্রতারিত হয়েছেন সেটা বুঝতে করেন। আর সেই সঙ্গেই ইংরেজবাজার থানাতে এমনটাই অভিযোগ জানান তিনি। তাঁর কথায় এই সময়ের মধ্যেই অভিযুক্তেরা তাঁর কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা নিয়েছে বলে দাবি করেন তিনি।

এরপর তিনি ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করলে, সেই অভিযোগের ভিত্তিতেই রাকেশ বেরাকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু ওই ব্যক্তি ছাড়াও সোনালী রায় এবং মৌমিতা মজুমদার এর বিরুদ্ধে ১১ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ এনেছেন সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি বলেই জানা গেছে। সেই সঙ্গে সাইবার ক্রাইম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানা গেছে পুলিশ সূত্রে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!