এখন পড়ছেন
হোম > জাতীয় > চাকরি হারিয়ে ভিক্ষা করে ফের চাকরি ফেরত পেলো এই সরকারি কর্মীরা

চাকরি হারিয়ে ভিক্ষা করে ফের চাকরি ফেরত পেলো এই সরকারি কর্মীরা

উত্তরপ্রদেশের যোগী রাজ্যে অভিনব কায়দায় চাকরি ফেরত পেলেন রাজ্যের 25000 হোম গার্ড। এই মন্দার বাজারে চাকরি যাওয়াটা যে কি মারাত্মক বিপদ হাড়ে হাড়ে টের পেলেন উত্তরপ্রদেশের হোমগার্ডরা। খরচ কমাতে হোমগার্ডের চাকরি থেকে ছাঁটাই এর ব্যবস্থা করেছিলেন যোগী প্রশাসন। কিন্তু সেই জায়গা থেকে নিজেদের বুদ্ধিতে অভিনব কায়দায় চাকরি ফেরত নিলে ওই হোমগার্ডরা। খরচ বাঁচানোর হেতু 25000 মানুষকে এভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া রাজ্যবাসী মেনে নিতে পারেনি। রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। আর তার ফলে এই সিদ্ধান্ত বদল বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল।

উত্তর প্রদেশ সরকার গত 15 অক্টোবর 25 হাজার হোমগার্ডকে চাকরি থেকে ছাঁটাই করেছিলেন। বিরোধীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করলেও সেই সময় কেউ এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু চাকরি হারানো হোমগার্ডদের তীব্র আন্দোলনের ফলে উত্তরপ্রদেশ সরকার তাঁদের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছে। চাকরি হারানো হোমগার্ডরা রাস্তায় ভিক্ষার থালা নিয়ে বেরোতেই নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে। আর তার ফলেই রীতিমত যোগী প্রশাসনকে কায়দা করে চাকরি ফেরত দিতে হলো ওই হোমগার্ডদের।

উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব অবনীশ অবস্তীর প্রকাশিত একটি নোটিশে বলা হয়েছে, আসন্ন উৎসব দীপাবলীর কথা মাথায় রেখে সিদ্ধান্ত বদলানো হয়েছে। এর ফলে হোমগার্ডরা পূর্বনির্ধারিত ভাবেই তাঁদের চাকরিতে যোগদান করতে পারবেন। এবং স্বরাষ্ট্র দপ্তরের অর্থ বরাদ্দ থেকে ওই হোমগার্ড রা মাইনে পাবেন। যতদিন পর্যন্ত ফান্ড থেকে টাকা দেওয়া যাবে মাইনে হিসেবে, ততদিনই তাঁরা মাইনে পাবেন। উত্তর প্রদেশের হোমগার্ড সংক্রান্ত দপ্তরের মন্ত্রী হলেন চেতন চৌহান। ফান্ডের ব্যাপারটি তিনি আশ্বস্ত করায় হোমগার্ড নিয়োগের আবার জারি হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত মঙ্গলবার রীতিমতো নোটিশ জারি করে উত্তরপ্রদেশে 25000 হোমগার্ডকে তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এবং বলা হয় আগামী দিনে সরকারের প্রয়োজনমাফিক তাঁদেরকে দিয়ে কাজ করানো হবে। এই মুহূর্তে হোমগার্ডে টানা চাকরি করার সুযোগ তাঁদের সামনে আর নেই।সূত্রের খবর, সুপ্রিম কোর্ট থেকে পুলিশের বেতন কাঠামোর সঙ্গে মিল রেখে হোমগার্ড দের মাইনে বাড়াতে হবে। এই সিদ্ধান্তের পরেই উত্তরপ্রদেশ সরকার নড়েচড়ে বসে।

কারণ এতে করে তাদের খরচ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। খরচের মধ্যে সঙ্গে সামঞ্জস্য রাখার জন্যই 25000 হোমগার্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় যোগী সরকার। দেওয়ালির আগেই তাঁদেরকে ঘরে বসে যেতে হয়। আর এরই প্রতিবাদে উর্দি পরিহিত অবস্থায় বিভিন্ন জায়গায় বাটি হাতে ভিক্ষা করতে চলে আসেন তাঁরা। এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান সাধারণ মানুষ। এরপর তাঁ‌দের চাকরি যাওয়ার খবরটি জানে সাধারণ মানুষ। এর পরেই রাজ্যজুড়ে তৈরি হয় সহানুভূতির হাওয়া এবং যোগী সরকারের বিরুদ্ধে ওঠে সমালোচনার ঝড়।

এই ঘটনায় বিরোধী দলের দাবি, বিজেপি সরকার নিজেদের সুবিধার্থে সিদ্ধান্ত গ্রহণ করে। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, দীপাবলীর আগে এভাবে ছাঁটাই করা মানবিকভাবে যে ঠিক হয়নি তা সারা দেশের জনমতের ভিত্তিতে উঠে এসেছে। আপাতত হোম গার্ডের চাকরি ফেরত পাওয়ার চাকরিজীবীরা অত্যন্ত খুশি। দীপাবলীর সুযোগে তাদের অন্তত অন্ধকারের মুখ দেখতে হবে না।

এই প্রসঙ্গে রাজ্যের শাসক শিবিরের বক্তব্য হল, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ছাঁটাই করার অবশ্যই। কিন্তু যখন দেখা গেল এই ছাঁটাই পর্ব না করলেও চলবে, হোমগার্ডদের মাইনের ব্যবস্থা হয়েছে তখন তাদের আবার ফিরিয়ে নেওয়া হয়েছে। এভাবে কেউ চিন্তা করে না। আপাতত সমগ্র পরিস্থিতির দিকে নজর রাখছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!