এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনার কঠিন কালে একগুচ্ছ নতুন চাকরি, সঙ্গে বোনাস আর বেতন বৃদ্ধি! ম্যাজিকাল সুখবরটি জেনে নিন!

করোনার কঠিন কালে একগুচ্ছ নতুন চাকরি, সঙ্গে বোনাস আর বেতন বৃদ্ধি! ম্যাজিকাল সুখবরটি জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতিতে চাকরি হারিয়েছেন অনেক মানুষ। সেই সঙ্গে সমস্যা তৈরি হয়েছে অন্যান্য কর্মসংস্থানগুলিতে। তবে এরই মধ্যে চাকরি, বেতন-বৃদ্ধি, বোনাস-সহ একগুচ্ছ সুখবর নিয়ে হাজির হয়েছে এইচডিএফসি ব্যাংক। যার ফলে খুশির হওয়া বইছে ব্যাংক কর্মীদের মধ্যে। এদিন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার আদিত্য পুরিকে তাঁর ব্যাংকের কর্মীদের এভাবেই কঠিন পরিস্থিতিতে আশ্বস্ত করতে দেখা গেছে।

বস্তুত, করোনা পরিস্থিতিতে যেখানে কোপ ফেলেছে সমস্ত কর্মক্ষেত্রে, সেই তখন এখানে এই মাসের শেষে অবসর নিতে চলা আদিত্য পুরীর এমন কথায় মন ভরেছে সকলের। তাঁর কথায়, ব্যাংক ভালই চলছে। সেইসঙ্গে পর্যাপ্ত মূলধনও রয়েছে এবং ঋণের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তিনি এটাও বলেছেন যে, সম্প্রতি জুলাই থেকে সেপ্টেম্বর এই ত্রৈমাসিকে ব্যাংকের অবস্থা ভালোই রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি একটি ভিডিও মেসেজের মাধ্যমে এইচডিএফসি ব্যাংকের ১.১৫ লক্ষ কর্মীকে তিনি জানান যে, শুধুমাত্র তাঁদের চাকরিই নয়, বোনাস, বেতন বৃদ্ধি, প্রমোশন সহ সবদিক থেকেই তাঁরা নিরাপদে রয়েছেন। আর এমন পরিস্থিতিতে এই কথা যেকোনো মানুষের কাছে যে কতখানি ভরসার জায়গা সেকথা আলাদা করে বলে দিতে হয় না। অন্যদিকে, অপর একটি বেসরকারি অ্যাক্সিস ব্যাঙ্ক তার কর্মীদের এই করোনা মহামারীতেও বেতন বৃদ্ধির‌ আশ্বাস দিয়েছে বলে জানা গেছে। এই ব্যাংকটির কর্মীদের বেতন ৪ শতাংশ থেকে ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে ১ অক্টোবর থেকে।

বস্তুত তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করেই এটা হয়েছে বলেই জানা যায়। এই ব্যাংকের ৭৬,০০০ কর্মীকে বোনাসও দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এর সঙ্গে পাল্লা দিয়েই ‍এইচডিএফসি ব্যাংক এই উৎসবের মরসুমে কর্মীদের চাওয়ার কথা মাথায় রেখে, তাদের কাছে সোশ্যাল মাধ্যমে বার্তা এবং প্রতিশ্রুতি দিয়েছে বলেই মনে করা হয়েছে। এছাড়া মিনিট দশেকের ওই চ্যাটে প্রচুর সংখ্যক লাইক পড়েতেও দেখা গেছে। জানা যায়, আদিত্য পুরি এই ব্যাংকে নেতৃত্ব দিয়েছেন ব্যাংকের জন্মক্ষণ থেকে, প্রায় ২৫ বছর ধরে।

তিনি জানান, এই আশ্বাস তিনি ব্যাংক কর্তৃপক্ষ এবং তার উত্তরসূরি শশীধর জগদীশনের পক্ষ থেকেই জানিয়েছেন। সেই সঙ্গে, ব্যাংকের অবস্থা এখন বেশ ভালো। ব্যাংক ভালোই কাজ করছে। তাঁদের কাছে যথেষ্ট প্রয়োজনীয় মূলধন আছে। এছাড়া তাঁদের পোর্টফলিওতে কোনরকম সমস্যা নেই। সেই সঙ্গে সরবরাহ এবং প্রযুক্তি গত সুবিধা ব্যবহার করে ভবিষ্যতে আরো এগিয়ে যেতেই চান তাঁরা। এছাড়া কর্মীদের প্রতি দলগতভাবে কাজ করতে এবং সবরকম চেষ্টা করে যাতে প্রতিযোগীদের হারানো সক্ষম হয়, সেই চেষ্টা করার কথাই বলতে দেখা গেছে তাঁকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!