এখন পড়ছেন
হোম > রাজ্য > চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৬ হাজারের বেশি কর্মী নিয়োগ হতে চলেছে রাজ্যে, সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৬ হাজারের বেশি কর্মী নিয়োগ হতে চলেছে রাজ্যে, সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় যেখানে কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিংবা কোন বাণিজ্যিক ব্যাংক নেই সেখানে সাধারণ মানুষের কষ্ট লাঘবে, মানুষকে ব্যাঙ্কিং পরিষেবা দেবার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার ৭৫ টি নতুন শাখা খুলতে চলেছে রাজ্য সমবায় ব্যাংকের। এই সমস্ত ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্টে ৬ হাজারের বেশি কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ফলে ঘটতে চলেছে এক বিরাট কর্ম সংস্থান।

রাজ্য সমবায় দপ্তরের জনৈক উচ্চপদস্থ কর্তা এ প্রসঙ্গে জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সর্বত্র ব্যাংক পরিষেবার চালুর নির্দেশ দিয়েছেন। সেকারণে পশ্চিমবঙ্গ জুড়ে রাজ্য সমবায় ব্যাংকের আরও ৭৫ টি শাখা খোলা হবে। রাজ্যের যে সমস্ত এলাকায় কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা কোন বাণিজ্যিক ব্যাংক নেই, সেখানে মানুষের কাছে পৌঁছে দেয়া হবে সমবায় ব্যাংক। খুব শীঘ্রই এই ব্যাংকের ৭৫ টি শাখা খোলা হবে। এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন যে, প্রতিটি সমবায় ব্যাংকের শাখায় যদি কমপক্ষে ১০ জন করেও কর্মী নিয়োগ করা হয়, তবে ৭৫০ জনের ঘটবে কর্মসংস্থান। তবে তাঁর মতে, এর চেয়ে আরও অনেক বেশি মানুষের কর্মসংস্থান ঘটবে এই শাখা গুলোর মাধ্যমে।

এ প্রসঙ্গে বিভাগীয় মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, ” পরিকাঠামোগত নানা সমস্যার জন্য দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে পুরোদস্তুর ব্যাঙ্ক চালুর জটিলতা রয়েছে। সেই বিষয়টি মাথায় রেখেই আমরা কাস্টমার সার্ভিস পয়েন্ট (সিএসপি) চালু করছি। এই সিএসপির মাধ্যমে স্থানীয় বাসিন্দারা পুরোপুরি ব্যাঙ্ক ব্যবস্থার সু্যোগ নিতে পারবেন।” এ প্রসঙ্গে তিনি আরো জানান যে, গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় মানুষের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করতেই সরকারের এই অভিনব পদক্ষেপ। রাজ্যের সর্বত্র বৈধ আর্থিক প্রতিষ্ঠান চালু করতে সরকার এই বিশেষ উদ্যোগ নিয়েছে। সম্প্রতি রাজ্যে ২৬৩১ টি কাস্টমার সার্ভিস পয়েন্টখোলার কাজ শুরু হয়েছে বলে তিনি জানালেন। এগুলি চালু হলে কমপক্ষে সাড়ে ৫ হাজার মানুষের মিলবে কর্মসংস্থান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনা কালে এতো জনের এই কর্মসংস্থান প্রসঙ্গে মন্ত্রী অরূপ রায় জানালেন, ” করোনায় বিশ্বজুড়ে আর্থিক মন্দা চলছে। লাখো মানুষ লকডাউনের মধ্যে চাকরি খুইয়েছেন। তার মধ্যেও মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকারি অফিসে নিয়োগ চলছে।” প্রসঙ্গত, রাজ্য সমবায় ব্যাংকের চাকরি পরীক্ষার নিয়ন্ত্রণকারী সংস্থা হল ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। এই সংস্থার জনৈক আধিকারিক জানিয়েছেন যে, সম্প্রতি স্টাফ, অফিসার সহ একাধিক পদের জন্য বিজ্ঞাপন ছাড়া হয়েছে। আগামী ২৮ সে অক্টোবর পর্যন্ত চলবে আবেদনপত্র জমা নেওয়ার কাজ। কালী পূজার পর বাদবাকি শূন্যপদের বিজ্ঞাপন ও নিয়োগ শুরু হবে বলে তিনি জানালেন।

প্রসঙ্গত ইতিমধ্যেই শখানেক কর্মী নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। এই নিয়োগ পরীক্ষা হতে চলেছে অনলাইনে। আবেদনপত্র জমা নেওয়া চলবে ২৮ সে অক্টোবর পর্যন্ত। এবারে ক্লার্ক ও স্টাফ অফিসার মিলিয়ে রয়েছে মোট ৮০ টি শূন্যপদ। বাকি গুলি ব্যাংকের শীর্ষ পদের জন্য ছাড়া হয়েছে। এরপর বেরোতে চলেছে আরও বহু পদের বিজ্ঞাপন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!