এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > চাকরি পেতে গেলে খুন হতে হবে ! মমতার রাজ্যে এ কোন নিয়ম ?

চাকরি পেতে গেলে খুন হতে হবে ! মমতার রাজ্যে এ কোন নিয়ম ?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিরোধীদের অভিযোগ, রাজ্যে কোনো ঘটনা ঘটলেই রাজ্য সরকার মানুষকে সান্ত্বনা দিতে আর্থিক ক্ষতিপূরণ দেয়। রামপুরহাটের ঘটনার পরেও ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যে সমস্ত মানুষরা প্রাণ হারিয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর এই পরিস্থিতিতে বাংলায় চাকরি পেতে হলে খুন হতে হয় বলে বিস্ফোরক মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। যাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেন অধীর চৌধুরী। যেখানে তিনি বলেন, “চাকরির জন্য মাসের পর মাস আন্দোলন করে চলেছে ছেলেরা। যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না। কারণ তারা তৃণমূলের দাসত্ব করে না। বাংলায় চাকরি কখন হয়! আগে আপনাকে খুন হতে হবে। আপনার পরিবারকে আগুনে ফেলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। পুলিশ আপনাকে গুলি করে মারবে। তারপরে চাকরি দিতে আপনার ঘরে হাজির হবে দিদির লোকেরা। আপনার চাকরি পেতে পরিবারের কাউকে খুন হতে হবে। তারপর দিদি বলবেন, এসো চাকরি নাও ।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, অধীর চৌধুরী এই কথা বলে একদিকে বাংলার আইন শৃঙ্খলা অবনতি এবং অন্যদিকে বেকারদের যন্ত্রণার কথা তুলে ধরলেন‌। তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, রাজ্যে খুন না হলে সরকার চাকরি দেওয়ার কোনো চেষ্টাই করে না। আর এই কথা বলে অধীরবাবু যে রাজ্য প্রশাসনকে প্রত্যন্ত চাপের মুখে ফেলে দিলেন, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!