এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > চাকরির দাবিতে ও দুর্নীতির প্রতিবাদে এবার নবান্ন অভিযানের ডাক সৌমিত্র খাঁর! বাড়ছে উত্তেজনা

চাকরির দাবিতে ও দুর্নীতির প্রতিবাদে এবার নবান্ন অভিযানের ডাক সৌমিত্র খাঁর! বাড়ছে উত্তেজনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাতে আর মাত্র 6 মাস। বিধানসভা নির্বাচন হতে আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে নিজেদের সাংগঠনিক জোর বাড়াতে। তার মধ্যেই রাজ্যের অন্যতম বিরোধীদল বিজেপির পক্ষ থেকে শাসকদলের বিরুদ্ধে আন্দোলন ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এবার গেরুয়া শিবিরের লক্ষ্য, নবান্ন অভিযান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে চলেছে গেরুয়া শিবির।

সম্প্রতি এই ঘোষণা করেছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সংসদ তথা বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। জানা গেছে, আগামী 6 অক্টোবর নবান্ন অভিযান কর্মসূচি হবে বিজেপির পক্ষ থেকে। বুধবার গেরুয়া শিবিরে এই নিয়ে একটি বৈঠক হয় এবং সেখানে সৌমিত্র খাঁ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বাংলায় চাকরি হচ্ছে না। উপরন্তু দুর্নীতি নিত্য দিন বেড়েই চলেছে। তাই চাকরির দাবিতে এবং দুর্নীতির বিরুদ্ধে এবারের নবান্ন অভিযান। মূলতঃ মুখ্যমন্ত্রীঢ় দৃষ্টি আকর্ষণ করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আগামী 6 অক্টোবর কলকাতার যুব মোর্চার কর্মীরা প্রথমে জমায়েত করবেন। তারপর দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে তাঁরা নবান্ন অভিযানে সামিল হবেন। তবে সে ক্ষেত্রে করোনা বিধির ওপর বিশেষ নজর দেওয়া হবে বলে জানিয়েছেন সৌমিত্র খাঁ। যুব মোর্চার সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকেই দেখা গেছে, সৌমিত্র খাঁ বিভিন্নভাবে রাজ্যের শাসক শিবিরকে প্যাঁচে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উপরন্তু নিজেদের সাংগঠনিক জোর বাড়াতে তিনি জেলায় জেলায় বিভিন্ন দলীয় কর্মসূচিতে যোগ দিচ্ছেন।

এবার তাঁর নবতম সংযোজন নবান্ন অভিযান। বিশেষজ্ঞদের মতে, যত সময় যাচ্ছে ততই শাসকদল তৃণমূল এবং বিরোধী দল বিজেপির মধ্যে কড়া টক্কর লক্ষ্য করা যাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই বলে দেওয়া যায়, আগামী বিধানসভা নির্বাচন জেতা কোন দলের পক্ষেই খুব একটা সুবিধাজনক হবে না। সেক্ষেত্রে জনগণকে কাছে টানার চেষ্টা চালাচ্ছে রাজ্যের প্রতিটি দল। অন্যদিকে আগামী দিনের বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই সরগরম বাংলার রাজনৈতিক মহল। তবে নবান্ন অভিযান ঘিরে যে উত্তেজনা ছড়াতে পারে সে ব্যাপারে একমত সবাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!