এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি > চাকরীর জগতে আবারও নতুন সুযোগ- বিস্তারিত জেনে নিন

চাকরীর জগতে আবারও নতুন সুযোগ- বিস্তারিত জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লকডাউন প্রাক্কালে সাধারণ মানুষ যখন কাজ হারিয়েছেন বলে শোনা যাচ্ছে, ঠিক সেসময় আবারও নতুন কাজের সুযোগ এলো। সম্প্রতি আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি ঘোষণা করেছে একগুচ্ছ কাজের কথা। লকডাউন পরবর্তীতে যেখানে শোনা যাচ্ছে, চাকরির বাজার মন্দা, ঠিক সেসময় নতুন কাজের খবরে খুশির আবহ বেকার মহলে। সম্প্রতি সুযোগ এসেছে যারা শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নিতে চান, তাঁদের জন্য। আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির পক্ষ থেকে 8 হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

এবং বিশেষ খবর হলো, এই পদে নিয়োগের ক্ষেত্রে বাধ্যতামূলক থাকবেনা টেট পাস করা। সম্প্রতি আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির 137 টি স্কুলের জন্য 8 হাজার শিক্ষক নিয়োগ করতে চলেছে। এর মধ্যে প্রাইমারি টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এবং পোস্ট গ্রাজুয়েট টিচার পদে নিয়োগ হবে বলে জানা গেছে। ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক পদক্ষেপ হিসাবে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। সকাল 10 টা থেকে বিকাল 5 টা পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রেজিস্ট্রেশন করার শেষ দিন হল 20 অক্টোবর। 4 ঠা নভেম্বর অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে। করোনার কারণে এবার অনলাইনেই পরীক্ষা হবে বলে জানা গেছে। পরীক্ষার দিন ঠিক হয়েছে 20 ও 21 শে নভেম্বর। 2 ডিসেম্বর ফল প্রকাশের কথা আছে। অন্যদিকে এই চাকরিতে আবেদন করতে গেলে অনভিজ্ঞ আবেদনকারীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা থাকতে হবে 40 এবং অভিজ্ঞ আবেদনকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা নির্ধারিত হয়েছে 57 বছর। প্রাইমারি টিচার এর ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে স্নাতকোত্তরে 50% নম্বর সহ বি.এড পাস। একইভাবে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে 50% নম্বর সহ স্নাতক ও তার সাথে বিএড পাস হতে হবে। এবং পোস্ট গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে স্নাতক, বিএড হতে হবে।

সাথে দু বছরের ডিপ্লোমা এবং চার বছরের কোর্স এর অভিজ্ঞ হতে হবে। জানা গেছে, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার এবং পোস্ট গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে যদি কেউ টেট পাস না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে অন্যান্য যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হলে তাকে ad-hoc পদ্ধতিতে নিয়োগপত্র দেওয়া হবে। সমস্ত তথ্য বিস্তারিত পেতে গেলে লগইন করতে হবে awesindia.com ওয়েবসাইটে। স্বাভাবিকভাবেই এই চাকরির খবর প্রকাশ হওয়ার সাথে সাথেই বহুল আবেদনপত্র জমা পড়তে শুরু করেছে। পুজোর প্রারম্ভে এই চাকরির খবর আসায় খুব স্বাভাবিকভাবেই উৎসাহী হয়ে উঠেছেন আবেদনকারীরা। আপাতত এই চাকরীর জন্য প্রস্তুতি তুঙ্গে আবেদনকারীদের বলে জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!