এখন পড়ছেন
হোম > জাতীয় > চলতি মাসেই বঙ্গ সফরে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

চলতি মাসেই বঙ্গ সফরে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আগামী বিধানসভা নির্বাচনের আগ পর্যন্ত প্রতিমাসে রাজ্য সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা এমন কথাই শোনা গিয়েছিল বিজেপি সূত্র থেকে। গত মাসেই বঙ্গ সফর করে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি। এবার আবার রাজ্যে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আগামী ৮ ই জানুয়ারি বিজেপির সর্বভারতীয় সভাপতির বঙ্গ সফরের কথা শোনা যাচ্ছে।

বিজেপি সূত্র থেকে জানা যাচ্ছে যে, আগামী ৮ ই জানুয়ারি পশ্চিমবঙ্গে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। আগামী ৯ ই জানুয়ারি তিনি বীরভূম সফর করতে চলেছেন। বীরভূমে রোডশো ও এর সঙ্গে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। আগামী ৮, ৯ ই জানুয়ারি বঙ্গ সফর করতে চলেছেন তিনি। তবে বীরভূমের কোথাও হবে তাঁর রোডশো? তা এখনো নির্ধারণ করা হয়নি। তবে বিজেপি সূত্রের খবর, তারাপীঠে এবার রোডশো করতে পারেন জে পি নাড্ডা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত ১০ ই ডিসেম্বর ডায়মন্ড হারবারে সভা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। সভায় যাবার পথে তাঁর কনভয়ে হামলা হয়েছিল। যা নিয়ে সরগরম হয়ে ওঠে রাজ্যের রাজনৈতিক মহল। তাঁর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত ৩ জন আইপিএস অফিসারকে কেন্দ্র তলব করেছিল। এরপর আবার রাজ্যে আসতে চলেছেন জে পি নাড্ডা।

অন্যদিকে, গত ২০ সে ডিসেম্বর বোলপুরের রোডশো করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে ব্যাপক লোকসমাগম হয়েছিল। এবার বীরভূমে আবার রোডশো করতে আসছেন জে পি নাড্ডা। কিছুদিন আগেই যেখানে রোডশো করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই প্রশ্ন করছেন, সকলেই কেন বারবার বীরভূম সফর করছেন?

এদিকে আগামী ৩০ সে জানুয়ারি পশ্চিমবঙ্গে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিন মতুয়াদের নিয়ে একটি সমাবেশে তিনি উপস্থিত থাকতে পারেন তিনি। সেদিন এই সমাবেশে থাকতে পারেন বিজেপি সাংসদ শান্তুনু ঠাকুর। সেদিন মতুয়াদের প্রতি কোন বিশেষ বার্তা দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!