এখন পড়ছেন
হোম > রাজ্য > চন্দনগরের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে হাল ছাড়লেন অরূপ বিশ্বাসও, বল গেল স্বয়ং দলনেত্রীর কোর্টে

চন্দনগরের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে হাল ছাড়লেন অরূপ বিশ্বাসও, বল গেল স্বয়ং দলনেত্রীর কোর্টে


সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না হুগলীর চন্দননগর পৌরসভার।দীর্ঘদিন ধরেই এই তৃনমূল পরিচালিত পৌরসভার মেয়র এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল। সম্প্রতি পৌরসভার কমিশনারকে মেয়র তাঁর প্যাডে একটি অপমানজনক চিঠি লেখেন বলে অভিযোগ। আর এরপরই সেই পুর কমিশনার শাসকদল তৃনমূল কংগ্রেসের জেলা ও রাজ্য নেতৃত্বকে সেই চিঠির প্রতিলিপি পাঠিয়ে মেয়রের বিরুদ্ধে অভিযোগ জানান।

এদিকে এই পুর কমিশনার ও মেয়রের বিবাদ মেটাতে মাঠে নামেন হুগলির তৃনমূল পর্যবেক্ষক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস। সূত্রের খবর, গত মঙ্গলবারই এই ব্যাপারে পুরসভার সমস্ত দলীয় কাউন্সিলরদের নিয়ে কোলকাতায় একটি বৈঠকও করেন তিনি। যেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি তপন দাশগুপ্ত এবং দুই কার্যকরী সভাপতি প্রবীর ঘোষাল এবং অসীমা পাত্র।

জানা গেছে, এই বৈঠকেই পুরসভার মেয়র রাম চক্রবর্তীকে উদ্দেশ্য করে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “বারবার বলা সত্তেও আপনি কাউন্সিলরদের গুরুত্ব দিচ্ছেন না কেন? মেয়রের প্যাডে কমিশনারকে অপমান করে আপনি যে চিঠি দিয়েছেন তার প্রেক্ষিতে ওদের সংগঠন যদি মামলা করে তবে কি হতে পারে জানেন?”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর এরপরই কার্যত বিরক্তির সুরে অরূপ বিশ্বাস বলেন, “চন্দননগর নিয়ে আমি হতাশ। এবার দিদিকে জানাব। তিনি যা নির্দেশ দেবেন তাই হবে।” আর দলীয় পর্যবেক্ষকের এহেন মন্তব্যে জোর জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই মনে করছেন, তাহলে কি এবার চন্দননগর পুরসভাতে বড়সড় রদবদল হতে চলেছে। এবার দেখার যে ঠিক কিভাবে হুগলীর চন্দননগর পুরসভার এই বিবাদ থামায় শাসকদল তৃনমূল কংগ্রেস!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!