এখন পড়ছেন
হোম > জাতীয় > চন্দ্রবাবু নাইডুর রাজনৈতিক পদক্ষেপ নিয়ে চূড়ান্ত রহস্য বাড়ল, ছেড়েও ছাড়লেন না জোট

চন্দ্রবাবু নাইডুর রাজনৈতিক পদক্ষেপ নিয়ে চূড়ান্ত রহস্য বাড়ল, ছেড়েও ছাড়লেন না জোট

সমস্ত অনুমানের অবসান ঘটিয়ে অবশেষে বৃহস্পতিবার বিকেলে ১০মিনিটের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন টিডিপি প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসা সিদ্ধান্ত জানাতেই মূলতঃ সাক্ষাৎ। এর ফলে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী অশোক গজপতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী ওয়াইএস চৌধুরি মোদীর মন্ত্রিসভা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেবে। তবে, অশোক গজপতি এবং ওয়াইএস চৌধুরি তাদের পদত্যাগ পত্র এখনও জমা দেননি বলে জানা গিয়েছে ৷উল্লেখ্য রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে সরব হয়েছিলেন টিডিপি প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু৷কেন্দ্রীয় অর্থমন্ত্রী চন্দ্রবাবুর এই দাবি একেবারে নাকচ করে দেন । বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের জন্য কেন্দ্র বরাদ্দ করে ৬০শতাংশ৷ বাকি ৪০শতাংশ বরাদ্দ করে রাজ্য৷ উত্তর এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতে কেন্দ্রীয় প্রকল্পের জন্য ৯০শতাংশ বরাদ্দ করে কেন্দ্র৷ অপরদিকে, রাজ্য বরাদ্দ করে ১০শতাংশ৷ এই নিয়মাভুক্তির প্রস্তাব অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রেও দিয়েছিলেন অরুণ জেটলি৷ কিন্তু বিশেষ মর্যাদাপ্রাপ্ত রাজ্যের তকমা দেওয়ার বিরোধিতা করেন জেটলি ৷আর এর ফলেই টিডিপি- আর বিজেপির সম্পর্কে ফাটল ধরে বলে মনে করা হয় ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!