এখন পড়ছেন
হোম > জাতীয় > চন্দ্রযান 2 এর পর এবার চাঁদের মাটিতে পা রাখতে নতুন অভিযান শুরু হতে চলেছে চন্দ্রযান 3 কে নিয়ে

চন্দ্রযান 2 এর পর এবার চাঁদের মাটিতে পা রাখতে নতুন অভিযান শুরু হতে চলেছে চন্দ্রযান 3 কে নিয়ে


2019 সালে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে চন্দ্রযান 2। সারা ভারতবাসী উৎসাহ নিয়ে অপেক্ষা করছিল চন্দ্রযান টু এর চাঁদের মাটিতে পদার্পণের জন্য। কিন্তু হঠাৎই আসে দুঃসংবাদ। চন্দ্রযান টু এর ল্যান্ডার বিক্রম হারিয়ে যায় লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে। ঘটনার আকস্মিকতায় ইসরোর বিজ্ঞানীরা হয়ে পড়েন বিহ্বল। যদিও এই ঘটনায় সমগ্র ভারতবাসী বিজ্ঞানীদের পাশে দাঁড়িয়েছেন। বিজ্ঞানীরা দিনরাত অপেক্ষা করছিলেন অরবিটরের মাধ্যমে বিক্রমের খোঁজ পাওয়ার। এবার বিজ্ঞানীদের মধ্যে থেকেই শোনা গেল নতুন মিশন চন্দ্রযান 3 সম্পর্কে।

উল্লেখ্য, চন্দ্রযান 2 থেকে ল্যান্ডার বিক্রম আলাদা হয়ে চাঁদের মাটিতে পড়ে ধ্বংস হয়ে যায়। তারপর ইসরো প্রধান কে শিবনকে প্রধানমন্ত্রী বলেছিলেন, ব্যর্থ না হলে কখনো সফলতা আসে না। তাই ভেঙে পড়ার কিছুই হয়নি। বরং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সফল হতে হবে। এবার প্রধানমন্ত্রীর এই কথাকে অক্ষরে অক্ষরে মেনে নতুন বছরের প্রথম দিনেই ঘোষণা হলো চন্দ্রযান 3 মিশন সম্পর্কে। ইসরো সূত্রে জানা গিয়েছে, কেন্দ্র ইতিমধ্যে ছাড়পত্র দিয়েছে চন্দ্রযান 3 মিশনকে সাফল্যমন্ডিত করে তুলতে রাতদিন ইসরোর বিজ্ঞানীরা কাজ করে চলেছেন।

কে শিবন আরও জানিয়েছেন, চন্দ্রযান 3 মিশনে ব্যয় হবে 600 কোটি টাকা। তিনি আরো জানিয়েছেন, চন্দ্রযান 2 মিশনের জন্য ভালো কাজ করলেও সফলভাবে চন্দ্রযান 2 অবতরণ করতে পারেনি। যদিও এখনও অরবিটারটি কাজ করে চলেছে। আগামী সাত বছর ধরে সে বিভিন্ন তথ্য পাঠাতে থাকবে। তবে শোনা গেছে, চন্দ্রযান 3 মিশনের পাশাপাশি আগামী দিনে গগনযান মিশন নিয়েও কাজ শুরু হতে চলেছে ইসরোতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গগনযান মিশন নিয়ে ইসরো প্রধান জানিয়েছেন, ইতিমধ্যেই চারজন মহাকাশচারীকে নির্বাচিত করে তাঁদের জানুয়ারীর তৃতীয় সপ্তাহ থেকে প্রশিক্ষণে পাঠানো হবে। এই চারজন মহাকাশচারী হচ্ছেন পুরুষ। ভারতীয় বায়ুসেনায় এনারা কাজ করছিলেন। রাশিয়াতে পাঠিয়ে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গেছে। অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন চন্দ্রযান টু এর থেকে চন্দ্রযান 3 এর খরচ কম। চন্দ্রযান 3 এর পাশাপাশি 2022 সালে গগনযানও মহাকাশ অভিযানে যাবে।

তবে বিজ্ঞানীদের একাংশের ধারণা, চন্দ্রযান 2 এর অভিযান এর ইতিহাস মানুষের মনে এখনও জ্বলজ্বল করছে। যদি চন্দ্রযান 3 সফল হয়, তাহলে অসম্ভব হবে সম্ভব। ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে চন্দ্রযান ৩ -এর অভিযানের ইতিহাস। ভারতবর্ষ জগত সভায় শ্রেষ্ঠ আসন গ্রহণ করবে। অতএব অপেক্ষা করতে হবে এখন চন্দ্রযান 3 ও গগনযান মিশনের শেষ পদক্ষেপের জন্য। সম্পূর্ণ বিষয়টির ওপর নজর রাখবে দেশের তাবড় মহাকাশ বিজ্ঞানীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!