এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > বাংলায় মমতা ব্যানার্জি আছেন, কাজেই বিজেপির দাঁত ফোটানোর ক্ষমতা নেই: চন্দ্রিমা ভট্টাচার্য

বাংলায় মমতা ব্যানার্জি আছেন, কাজেই বিজেপির দাঁত ফোটানোর ক্ষমতা নেই: চন্দ্রিমা ভট্টাচার্য


গতকাল বহরমপুরে রবীন্দ্র সদনে জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের রাজনৈতিক কর্মশালার আয়োজন করা হয়েছিল রাজ্যের শাসকদলের পক্ষ থেকে। সেখানেই বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেল সংগঠনের রাজ্য সভাপতি তথা স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। বিজেপিকে তোপ দেগে বললেন, ‘গরম গরম কথা বলেও এই রাজ্যে দাঁত ফোটাতে পারবে না বিজেপি’। পাশাপাশি মোদী সরকারের বেটি বাঁচাও, বেটি পড়াও এবং উজ্জ্বলা প্রকল্প নিয়েও কটাক্ষ করতে পিছপা হলেন না তিনি।

রাজ্যের এই গুরুত্ত্বপূর্ন মন্ত্রী এদিন সাফ কথায় জানালেন, অসমের নাগরিকপঞ্জী নিয়ে অনেক বড় বড় কথা বলছে বিজেপি। এ রাজ্যের মানুষদেরও দেশছাড়া করার প্ল্যান করেছে বিজেপি। তবে বিজেপি এটা ভুলে যাচ্ছে এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রী আছেন। কাজেই বিজেপির পরিকল্পনা মতো কিছুই হবে না এ রাজ্যে, এই রাজ্যে দাঁত ফোটাতে পারবে না বিজেপি। অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নাম না করেই চন্দ্রিমাদেবী রীতিমত কটাক্ষ করে বলেন, অাপনারা এই জেলার ‘সম্রাটকে’ উৎখাত করে তৃণমূলের ঝান্ডা তুলে ধরেছেন। এখন জেলায় তৃণমূলের সংগঠন আরো পোক্ত হবে বলেই বিশ্বাস তাঁর।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এর পাশাপাশি তিনি দাবি করেন, কন্যাশ্রী প্রকল্পের জেরে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বে বন্দিত। বাংলার কন্যাশ্রীরা সমস্ত আর্থিক বাধা জয় করে শিক্ষার সুযোগ পাচ্ছে। দিকে দিকে মেয়েরা সাবলম্বী হচ্ছে – শীঘ্রই রূপশ্রী প্রকল্পও বিশ্বের দরবারে প্রশংসিত হবে বলেই দাবী করেন তিনি। এর সঙ্গে তুলনা টেনে তিনি বলেন কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্প দিয়ে লাভের লাভ হবে না কিছুও। কারণ এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার যে অর্থ বরাদ্দ করেছে তা যথেষ্ট নয় বলেই ধারণা তাঁর।

এর পাশাপাশি উজ্জ্বলা প্রকল্প নিয়েও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন তিনি। চন্দ্রিমাদেবী বলেন, গ্যাস দিয়ে বেলুন ফুলিয়ে উজ্জ্বল হয় না। কাজেই ২০১৯ সালে বিজেপি হবে ফিনিস! এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন কর্মশালায় সংগঠনের রাজ্য নেত্রী মালা রায়, সংগঠনের জেলা সভানেত্রী শাহানাজ বেগম, তৃণমূলের জেলা মুখপাত্র অশোক দাস, জেলা নেতা সাগির হোসেন প্রমুখ শীর্ষ নেতা-নেত্রীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!