শিলিগুড়িতে বিজেপি সিপিএইএমকে একহাত নিলেন চন্দ্রিমা রাজ্য December 19, 2017 সামনের পঞ্চায়েত ভোট মানুষকেগতকাল উজ্জীবিত করতে এবার প্রয়াসী রাজ্যর শাসকদল তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে শিলিগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের প্রথম মহিলা সম্মেলন আয়োজিত হয়৷ দলকে মজবুত করতে সেই সম্মেলনে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যর মুখ্যমন্ত্রীর উদাহরণ দিয়ে বলেন, মহিলারাই পারেন জাতির উন্নয়ন ঘটাতে৷ এবং তিনি আরও বলেন, দলের মূল সম্পদ মঞ্চের নিচে দাঁড়িয়ে থাকা মহিলারাই। তাঁর কথায়, মহিলারা যখন সংসার চালাতে পারে তখন দেশও ঠিক চালাতে পারবে৷ এবং দলকে মজবুত করতে তিনি ও পর্যটনমন্ত্রী গৌতম দেব বিজেপি ও সিপিআইএমকে আক্রমণ করেন। সংবাদমাধ্যমকে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, তৃণমূল শিলিগুড়িতে শিলিগুড়ি পৌরনিগম বা মহকুমা পরিষদে উন্নয়নের জন্য প্রচুর টাকা দেয়। কিন্তু শিলিগুড়িতে উন্নয়ন প্রকল্পে টাকা খরচ হচ্ছে না তাই টাকা এলেও তা ফিরে যাচ্ছে।তৃণমূল সরকার এই সরকার মানুষের সঙ্গে কোনওরকম অসহযোগিতা করে না। রং না দেখে উন্নয়নে টাকা দেয়। বামেরা কি করে শিলিগুড়িতে মহকুমা পরিষদে বসে আছেta পরে তিনি জানাবেন। এরপরই তিনি বলেন, খুব শ্রীঘ্রই আন্দোলন শুরু হবে FRDI-র বিরুদ্ধে। এবং কোর কমিটির বৈঠকে স্থির হয়েছে, শিলিগুড়িতেও আগামীদিনেও এই বিষয়ক কর্মসূচি আবার নেওয়া হবে। আপনার মতামত জানান -