এখন পড়ছেন
হোম > জাতীয় > ইপিএফের নিয়মে বড়সড় পরিবর্তন! বড়সড় ক্ষতির আশঙ্কায় বুক কাঁপছে কর্মচারীদের!

ইপিএফের নিয়মে বড়সড় পরিবর্তন! বড়সড় ক্ষতির আশঙ্কায় বুক কাঁপছে কর্মচারীদের!


এবার ইপিএফ নিয়ে প্রবল চিন্তা তৈরি হয়েছে কর্মীদের মধ্যে। সূত্রের খবর, সম্প্রতি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ইপিএফে 10% করে টাকা দেবে কর্মী এবং নিয়োগকর্তা। আর তা নিয়েই বিরাট প্রশ্ন তৈরি হয়েছে কর্মীদের মধ্যে। কর্মীদের একাংশের প্রশ্ন, এই সিদ্ধান্তের ফলে এম্প্লয়ী পেনশন স্কিমে কি কোনো প্রভাব পড়বে?

আর যখন এই ব্যাপারে কর্মীদের মনে প্রশ্ন তৈরি হয়েছে, ঠিক তখনই তার উত্তর দিয়েছ ইপিএফও। জানা গেছে, এই স্কিমের মাধ্যমে নিয়োগকর্তা 15 হাজার টাকা পর্যন্ত বেতনভুক্তদের 8.33 শতাংশ হারে টাকা দিতে বাধ্য থাকবেন। এছাড়া মে, জুন এবং জুলাই মাসের জন্য সব বেসরকারি ক্ষেত্রে 10% করে নিয়োগকর্তা এবং কর্মীদের টাকা দেওয়ার কথা বলা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এই সিদ্ধান্তের পরে কর্মীদের কাছে বেশি টাকা আসতে পারে। তবে কর্মীরা অবশ্য এই গোটা ব্যাপারটিকে নতুন হিসেবে দেখছে না। তাদের বক্তব্য, ট্যাক্সের স্ল্যাব অনুযায়ীই আয়কর দিতে হবে। আর বাড়তি 2% সেই আয়ের সঙ্গেই যুক্ত হবে। তবে এর ফলে নিয়োগকর্তার প্রশাসনিক কাজ অনেকটাই বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কর্মীদের ক্ষেত্রে ইপিএফের এই টাকায় যে তাদের ভবিষ্যতের সঞ্চয়, তা মনে রাখা অত্যন্ত জরুরী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তাই সেদিক থেকে এখানে যদি তারা কম টাকা রাখে, তাহলে তারা ভবিষ্যতে চাপে পড়তে পারে। কারণ হিসেবে অনেকে বলছেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তিন মাসের জন্য তাদের 2% ইপিএফএ কম দিলেও, বেতন বাড়বে মাত্র 1% এর মত। তাই ভবিষ্যতের জন্য ইপিএফএ তাদের বেশি করে অর্থ রাখা উচিত। আর তাই কেন্দ্র সরকার ইপিএফে কম টাকা কেটে হাতে বেশি অর্থের যোগানের কথা বললেও, আদতে ক্ষতির মুখেই পড়ছেন কর্মচারীরা বলে মনে করছেন সকলে! সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!