এখন পড়ছেন
হোম > অন্যান্য > দিনে ৫ বার হনুমান-চালিশা পাঠ করলেই নাকি করোনা পালাবে! বিজেপি সাংসদের অদ্ভুত নিদানে হাসির রোল

দিনে ৫ বার হনুমান-চালিশা পাঠ করলেই নাকি করোনা পালাবে! বিজেপি সাংসদের অদ্ভুত নিদানে হাসির রোল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার সংক্রমণ ভারতে দিন দিন বেড়েই চলেছে, তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে মৃত্যুর মিছিল। এখনো পর্যন্ত ভারতে প্রায় ১৪ লক্ষ মানুষ করোনাতে আক্রান্ত হয়েছেন। আর করোনায় মৃত্যু হয়েছে ৩২ হাজার জনেরও বেশি মানুষের। করোনা রোধের জন্য উপযুক্ত ভ্যাকসিন আবিষ্কার এখনো সম্ভবপর হয়নি। তবু করোনা ঠেকাতে নানা মুনির নানা মতের মতো আমাদের সামনে এসেছে কিছু অদ্ভুত পন্থা।যেমন, করোনা রোধে কেউ মদ্যপানের পরামর্শ দিয়েছিলেন, কেউবা পরামর্শ দিয়েছিলেন সরিষার তেল ব্যবহারের, কেউ পরামর্শ দিয়েছিলেন গোমূত্র পানের, কেউ বা ফেজটুপি পরিধানের।

তবে করোনা রোধে এই পদ্ধতি গুলো যে সবটাই অসার প্রতিপন্ন হয়েছে, সেকথা আর বলার অপেক্ষা রাখে না। এই কিছুদিন আগেই, বিজেপির এক কেন্দ্রীয় মন্ত্রী করোনা রোধে শরীরের প্রতিরোধ শক্তি বাড়াতে ‘ভাবীজি’ পাঁপড় খাবার কথা বলে, সকলের হাসি কুড়িয়েছিলেন।

এবার এ ব্যাপারেই এক নতুন সংযোজন করলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। ভোপালের এই সংসদ করোনা প্রতিরোধ করতে ‘হনুমান- চালিসা’ পাঠের নিদান দিয়েছেন। এ বিষয়ে একটি টুইট করে তিনি বলেছেন, “এই করোনা সংকটকালে আসুন আমরা সবাই মিলে মানুষের ভাল স্বাস্থ্য ও এই ভাইরাসকে দূর করার জন্য এক আধ্যাত্মিক চেষ্টায় মনোনিবেশ করি। ২৫ জুলাই থেকে আগামী ৫ ই অগস্ট পর্যন্ত বাড়িতে বসে দিনে অন্তত ৫ বার করে পাঠ করুন হনুমান চালিসা দিনে। পাশাপাশি ৫ ই অগস্ট রাম মন্দিরের ভূমি পূজার দিন বাড়িতে প্রদীপ জ্বালিয়ে এবং সেইসঙ্গে ভগবান রামের আরতি করে এই পাঠ শেষ করতে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সংবাদসূত্রে জানা গেছে, আগামী ৫ ই আগস্ট রাম জন্মভূমি অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজার অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। করোনার অবহেও বেশ জমকালো অনুষ্ঠান ও রাজ্য জুড়ে অকাল দীপাবলির আয়োজন করেছে সেদিন রাম মন্দির ট্রাস্ট ও বিশ্ব হিন্দু পরিষদ একযোগে। অনুষ্ঠানে উপস্তিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরো কয়েকজন হেভিওয়েট রাজনীতিবিদ। করোনার কারনেই অল্প লোকের উপস্থিত অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর ভূমি পূজা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাম মন্দিরের আগামী অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে কাল অযোধ্যা সফর করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

তবে করোনা আবহে রাম মন্দিরের এই অনুষ্ঠান কতটা যুক্তিযুক্ত, এ নিয়ে বিরোধীরা বিজেপিকে প্রশ্ন করতে ছাড়েনি। তার উপরে করোনা রোধে বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের ‘হনূমান চালিসা’ পাঠের নিদান বিজেপিকে যথেষ্ট অস্বস্তিতে ফেলে দিয়েছে। ব্যাঙ্গ বিদ্রুপে বিদ্ধ করা হয়েছে তাঁকে। সংসদের ওপরে বিরোধীরা ধর্মীয় বিভাজনের অভিযোগও এনেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!